Coronavirus Cases In India: ফের টপকালো ২০ হাজারের গণ্ডী, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১.৯৯ কোটি
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত (Coronavirus Cases In India) হয়েছেন ২৩ হাজার ৯৫০ জন। সবমিলিয়ে বুধবার দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ১ কোটি ৯৯ হাজার ৬৬ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে গতকাল করোনার বলি ৩৩৩ জন। দেশে এখনও পর্যন্ত করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৪৬ হাজার ৪৪৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৬ হাজার ৮৯৫ জন। দেশে একলাফে ৩ হাজার ২৭৮টি অ্যাকটিভ কেসে কমেছে। এই মুহূর্তে সংক্রামিত রয়েছেন ২ লাখ ৮৯ হাজার ২৪০ জন।
নতুন দিল্লি, ২৩ ডিসেম্বর: গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত (Coronavirus Cases In India) হয়েছেন ২৩ হাজার ৯৫০ জন। সবমিলিয়ে বুধবার দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ১ কোটি ৯৯ হাজার ৬৬ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে গতকাল করোনার বলি ৩৩৩ জন। দেশে এখনও পর্যন্ত করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৪৬ হাজার ৪৪৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৬ হাজার ৮৯৫ জন। দেশে একলাফে ৩ হাজার ২৭৮টি অ্যাকটিভ কেসে কমেছে। এই মুহূর্তে সংক্রামিত রয়েছেন ২ লাখ ৮৯ হাজার ২৪০ জন। এখনও পর্যন্ত ৯৬ লাখ ৬৩ হাজার ৩৮২ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। আরও পড়ুন-Sheena Bora Murder Case: জেলের কয়েদির পোশাক পরবেন না, সিবিআই কোর্টের দ্বারস্থ শিনা বোরা হত্যা মামলায় অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জি
সুস্থদের মধ্যে একজনকে তাঁর দেশে ফেরত পাঠানো হয়েছে। ভারতে করোনাকে হারিয়ে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫.৬৯ শতাংশ। দেশে করোনায় মৃত্যুর হার ১.৪৫ শতাংশে অবস্থান করছে। এখনও পর্যন্ত দেশের সবথেকে করোনা বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে মারণ রোগের মোট বলি ৪৮ হাজার ৮৭৬ জন। সবমিলিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ২ হাজার ৪৫৮ জন। কেরালা, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, কর্ণাটক, দিল্লি, তামিলনাড়ু, গুজরাট ও মধ্যপ্রদেশ থেকেই দেশের দৈনিক আক্রান্তের ৭০ শতাংশের সন্ধান মিলছে। মৃতেদর ৭৫ শতাংশের খবর আসছে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি, কেরালা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু ও হরিয়ানা থেকে।
বুধবার জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুসারে বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ কোটি ৭৯ লাখ ৫৮ হাজার ৩৬৯ জন। করোনায় মৃ্ত্যু হয়েছে ১৭লাখ ১৫ হাজার ৯৪৫ জনের।