Coronavirus Cases In India: ফের কমল দৈনিক সংক্রমণ, ভারতে করোনাকে হারিয়ে সুস্থ ৯৮ লাখেরও বেশি মানুষ

সোমবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ১৬ হাজার ৪৩২ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে কোভিড রোগীর মোট সংখ্যা এখন ১ কোটি ২ লাখ ২৪ হাজার ৩০৩। এই মুহূর্তে দেশে ২ লাখ ৬৮ হাজার ৫৮১টি অ্যাকটিভ কেস রয়েছে। যেখানে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৯৮ লাখ ৭ হাজার ৫৬৯ জন। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৪ হাজার ৯০০ জন। গতকাল সারাদিনে দেশে করোনার বলি ২৫২ জন।

ভারতে করোনা (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২৯ ডিসেম্বর: সোমবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ১৬ হাজার ৪৩২ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে কোভিড রোগীর মোট সংখ্যা এখন ১ কোটি ২ লাখ ২৪ হাজার ৩০৩। এই মুহূর্তে দেশে ২ লাখ ৬৮ হাজার ৫৮১টি অ্যাকটিভ কেস রয়েছে। যেখানে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৯৮ লাখ ৭ হাজার ৫৬৯ জন। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৪ হাজার ৯০০ জন। গতকাল সারাদিনে দেশে করোনার বলি ২৫২ জন। দেশে সবমিলিয়ে করোনার বলি ১ লাখ ৪৮ হাজার ১৫৩ জন।

ভারতে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৯৫.৮৩ শতাংশ। মৃত্যুর হার ১.৪৫ শতাংশ। মঙ্গলবার আইসিএমআর জানিয়েছে দেশে এখনও পর্যন্ত মোট ১৬ কোটি ৯৮ লাখ ১ হাজার ৭৪৯টি নমুনার করোনা টেস্ট হয়েছে। এর মধ্যে সোমবার ৯ লাখ ৮৬ হাজার ৬৯৫টি নমুনার কোভিড পরীক্ষা হয়েছে। এদিকে ১৯ লাখ ২২ হাজার ৪৮ জন করোনা আক্রান্তকে নিয়ে দেশের মধ্যে সবথেকে বেশি বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্র। সোমবার সারাদিনে সেখানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৯৮ জন। একদিনে করোনার বলি ৫০ জন। ওই রাজ্যে করোনার মৃত্যু মিছিলে শামিল মোট ৪৯ হাজার ৩০৫ জন। আরও পড়ুন-Mutant COVID-19 Virus In India: ইংল্যান্ড ফেরত ৬ ভারতীয়র শরীরে মিলল নতুন প্রজাতির করোনা, বছর শেষে চাঞ্চল্য

বিশ্বে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮১.২ মিলিয়ন ছাড়িয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত জন হপকিন্স ইউনিভাপ্সিটির রিপোর্ট বলছে বিশ্বে মোট করোনা আক্রান্ত ৮ কোটি ১২ লাখ ৪৯ হাজার ২৮ জন। এবং বিশ্বের করোনায় মৃত্যু হয়েছে ১৭ লাখ ৭২ হাজার ৯১২ জনের। বিশ্বের করোনা বিধ্বস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে মারণ রোগে আক্রান্তের মোট সংখ্যা ১ কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৯৬০। ওই দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ৩ লাখ ৩৪ হাজার ৮৩০ জন।