Coronavirus Cases In India: দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৬ লাখের গণ্ডী, ৪ লাখের নিচে অ্যাকটিভ কেস
সোমবার ভারতে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা (Coronavirus Cases In India)। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৮১ জন। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্ত ৯৬ লাখ ৭৭ হাজার ২০৩ জন। রবিবার সকাল থেকে এখনও পর্যন্ত দেশে করোনার বলি ৩৯১ জন। সবমিলিয়ে করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৪০ হাজার ৫৭৩ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গতকাল সরাদিনে মারণ রোগের কবল থেকে মুক্তি পেয়েছেন ৬ হাজার ৫১৯ জন। এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯১ লাখ ৩৯ হাজার ৯০১ জন।
নতুন দিল্লি, ৭ ডিসেম্বর: সোমবার ভারতে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা (Coronavirus Cases In India)। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৮১ জন। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্ত ৯৬ লাখ ৭৭ হাজার ২০৩ জন। রবিবার সকাল থেকে এখনও পর্যন্ত দেশে করোনার বলি ৩৯১ জন। সবমিলিয়ে করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৪০ হাজার ৫৭৩ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গতকাল সরাদিনে মারণ রোগের কবল থেকে মুক্তি পেয়েছেন ৬ হাজার ৫১৯ জন। এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯১ লাখ ৩৯ হাজার ৯০১ জন।
ভারতে করোনা থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৪.৩৭ শতাংশ।মৃত্যুর হার কমে হয়েছে ১.৪৫ শতাংশ। এর মধ্যে ৭০ শতাংশ কেসই কোমর্বিডিটির। করোনার কবলে সবথেকে বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে নতুন রোগীর সংখ্যা এখন ৫ হাজারের নিচে। আবার দৈনিক মৃত্যু কমে রয়েছে ৫০ এর নিচে। গতকাল সারাদিনে সেখানে করোনার বলি ৪০ জন। সবমিলিয়ে মহারাষ্ট্রে কোভিডে প্রাণ গিয়েছে ৪৭ হাজার ৭৩৪ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৫৭ জন। এই নিয়ে দুদিন ওই রাজ্যে সংক্রামিতর সংখ্যা ৫ হাজারের নিচে নামল। সবমিলিয়ে মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্ত ১৮ লাখ ৫২ হাজার ২২৬ জন। দিল্লিতেও করোনার সংক্রমণ অনেকটা কমেছে। সম্প্রতি সেখানে মারণ রোগের থার্ড ওয়েভ শুরু হয়েছিল। আরও পড়ুন-ITR Filing For 2019-20 Dos and Don'ts: ২০১৯-২০ অর্থ বর্ষের আয়কর রিটার্ন ফাইলিংয়ের শেষ দিন আগামী ৩১ ডিসেম্বর, কী কী করবেন কী কী করবেন না?
রবিবার রাজধানীতে নতুন করে করোনায় আক্রান্ত হন ২ হাজার ৭০৬ জন। দিল্লিতে রবিবার অ্যাকটিভ কেস কমে হয়েছে ২৪ হাজার ৬৯৩। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৬৭ মিলিয়ন। জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুসারে বিশ্বে মোট করোনা আক্রান্ত ৬ কোটি ৭০ লক্ষ ৪ হাজার ৫৪৩ জন। মৃতের সংখ্যা ১৫ লক্ষ ৩৫ হাজার ৩৮ জন। ইতিমধ্যেই বিশ্বে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩০ লক্ষ ৩২ হাজার ৪৪৪ জন।