Coronavirus Cases In India: লক্ষ্যণীয় সুস্থতার হারের সঙ্গেই দেশের করোনা সংক্রমণ ৬২ লাখ ছাড়িয়ে গেল
বুধবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus Cases In India) ৬২ লাখ ছাড়িয়ে গেল। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, গতকাল সারাদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৪৭২ জন। গতকাল দেশে করোনার বলি ১ হাজার ১৭৯ জন। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্ত ৬২ লাখ ২৫ হাজার ৭৬৪ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ৯ লাখ ৪০ হাজার ৪৪১। দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৫১ লাখ ৮৭ হাজার ৮২৬। এখনও পর্যন্ত ভারতে করোনার মৃত্যু মিছিলে শামিল ৯৭ হাজার ৪৯৭ জন। আইসিএমআর-এর তথ্য অনুযায়ী দেশে মোট ৭ কোটি ৪১ লাখ ৯৬ হাজার ৭২৯টি নমুনার করোনা টেস্ট ইতিমধ্যেই হয়ে গিয়েছে।
নতুন দিল্লি, ৩০ সেপ্টেম্বর: বুধবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus Cases In India) ৬২ লাখ ছাড়িয়ে গেল। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, গতকাল সারাদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৪৭২ জন। গতকাল দেশে করোনার বলি ১ হাজার ১৭৯ জন। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্ত ৬২ লাখ ২৫ হাজার ৭৬৪ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ৯ লাখ ৪০ হাজার ৪৪১। দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৫১ লাখ ৮৭ হাজার ৮২৬। এখনও পর্যন্ত ভারতে করোনার মৃত্যু মিছিলে শামিল ৯৭ হাজার ৪৯৭ জন। আইসিএমআর-এর তথ্য অনুযায়ী দেশে মোট ৭ কোটি ৪১ লাখ ৯৬ হাজার ৭২৯টি নমুনার করোনা টেস্ট ইতিমধ্যেই হয়ে গিয়েছে। শুধু গতকাল মঙ্গলবার ২৯ সেপ্টেম্বরে ১০ লাখ ৮৬ হাজার ৬৮৮টি নমুনার কোভিড টেস্ট হয়েছে। আরও পড়ুন-Prosenjit Chatterjee Birthday Special: ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির জন্য সলমন নন, প্রথম পছন্দ ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি!
দেশে নতুন সংক্রামিত ৮০ হাজার ৪৭২ জন
ভারতে করোনা থেকে সুস্থতার হার ৮২.৫৮ শতাংশ। মৃত্যুর হার সেখানে ১.৫৭ শতাংশ। এদিকে ১৩ লাখ ৬৬ হাজার ১২৯ জন করোনা আক্রান্তকে নিয়ে দেশের সবথেকে বিধ্বস্ত রাজ্যটি হল মহারাষ্ট্র। মঙ্গলবার সারাদিনে সেখানে নতুন করোনা রোগী ১৪ হাজার ৯৭৬ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬ হাজার ১৮১। গতকালই সেখানে করোনার বলি ৪৩০ জন। বিশ্বের সর্বোচ্চ করোনা বিধ্বস্ত দেশ আমেরিকা। তার পরেই রয়েছে ভারত। এই মুহূর্তে আমেরিকার ২১ স্টেটে সংক্রমণের ঊর্ধ্বগতি ভয়াবহ আকার নিয়েছে।আগামী শীতে যে ভাইরাস সংক্রমণ আরও বাড়বে তা নিয়ে আগেভাগেই ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মঙ্গলবার পর্যন্ত সংখ্যার নিরিখে বিশ্বে সর্বোচ্চ সংক্রমণ ও করোনার বলিতে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী সেদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭১ লাখ ৪৭ হাজার ৭৫১। মৃত্যু মিছিলে শামিল ২ লাখ ৫ হাজার ৬২ জন।