Coronavirus Cases In India: ১ দিনে সংক্রামিত ৭৮ হাজার ৫১২ জন, ৩৬ লাখ ছাড়ালো ভারতের কোভিড রোগীর সংখ্যা
প্রতিদিন নতুন করোনা আক্রান্তের সংখ্যায় রেকর্ড গড়ছে ভারত (Coronavirus Cases In India)। রবিবার সারাদিনে দেশে নতুন করো মারণ রোগের শেকার ৭৮ হাজার ৫১২ জন। এর হাত ধরেই ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ছাড়িয়ে গেল। সোমবার স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, গতকাল সারাদিনে দেশে করোনার বলি ৯৭১ জন। আর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে ভারতে মোট করোনা আক্রান্ত ৩৬ লাখ ২১ হাজার ২৪৬ জন। সংক্রামিতর সংখ্যা ৭ লাখ ৮১ হাজার ৯৭৫। যেখানে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৭ লাখ ৭৪ হাজার ৮০২ জন। এরমধ্যে একজন সুস্থকে তাঁর দেশে ফেরত পাঠানো হয়েছে।
নতুন দিল্লি, ৩১ আগস্ট: প্রতিদিন নতুন করোনা আক্রান্তের সংখ্যায় রেকর্ড গড়ছে ভারত (Coronavirus Cases In India)। রবিবার সারাদিনে দেশে নতুন করো মারণ রোগের শেকার ৭৮ হাজার ৫১২ জন। এর হাত ধরেই ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ছাড়িয়ে গেল। সোমবার স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, গতকাল সারাদিনে দেশে করোনার বলি ৯৭১ জন। আর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে ভারতে মোট করোনা আক্রান্ত ৩৬ লাখ ২১ হাজার ২৪৬ জন। সংক্রামিতর সংখ্যা ৭ লাখ ৮১ হাজার ৯৭৫। যেখানে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৭ লাখ ৭৪ হাজার ৮০২ জন। এরমধ্যে একজন সুস্থকে তাঁর দেশে ফেরত পাঠানো হয়েছে।
একই সঙ্গে দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল হয়েছেন ৬৪ হাজার ৪৬৯ জন। আইসিএমআর-এর নতুন তথ্য অনুযায়ী রবিবার সারা দেশে মোট ৮ লাখ ৪৬ হাজার ২৭৮টি নমুনার করোনা টেস্ট হয়েছে। তবে শুরু থেকে এখনও পর্যন্ত মোট ৪ কোটি ২৩ লাখ ৭ হাজার ৯১৪টি নমুনার করোনা টেস্ট হয়েছে দেশে। ভারতে সবথেকে কোভিড বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্ত ৭ লাখ ০ হাজার ৬৮৯ জন। রবিবার সারাদিনে সেখানে নতুন করোনা রোগী ১৬ হাজার ৪০৮ জন। একদিনে করোনার বলি ২৯৬ জন। সবমিলিয়ে মহারাষ্ট্রে মোট করোনায় মৃত ২৪ হাজার ৩৯৯ জন। রবিবার ২ হাজার ২৪ জন নতুন করোনা আক্রান্তকে নিয়ে রাজধানী দিল্লিতে এখন মোট কোভিড রোগীর সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৩৯০ জন। গত ২৪ ঘণ্টায় ২২ জনের প্রাণ গিয়েছে। সবমিলিয়ে রাজধানীতে করোনার বলি ৪ হাজার ৪২৬ জন। আরও পড়ুন-Amit Shah: কোভিড পরবর্তী অসুস্থতা নেই, এইমস থেকে ছাড়া পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
ভারতে ১ দিনে আক্রান্ত ৭৮ হাজার ৫১২ জন
অন্যদিকে গুজরাটে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ১৫৫ জন। রবিবার সারাদিনে সেখানে নতুন রোগী ১ হাজার ২৭২ জন। ২৭ জন গতকালই মারা গিয়েছেন সবমিলিয়ে গুজরাটে করোনায় মৃত ৩ হাজার ৮ জন। টানা পাঁচদিন ধরে ১০ হাজার করে নতুন করোনা আক্রান্তের সন্ধান মিলছে অন্ধ্রপ্রদেশে। সেখানে মোট কোভিড রোগীর সংখ্যা ৪ লাখ ২৪ হাজার ৭৬৭। আমেরিকা ব্রাজিলের পরে বিশ্বে তৃতীয় করোনা বিধ্বস্ত দেশ ভারত। বিশ্বে করোনা আক্রান্ত এখন ২৫.১ মিলিয়ন ছাড়িয়েছে। যেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৪৫ হাজার ৭৩ জনে। সোমবার ৩১ আগস্ট পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত ২ কোটি ৫১ লক্ষ ৩৩ হাজার ৩৬৮ জন।