Derek O'Brien: অমিত শাহের ছবি এঁকে 'ইন্ডিয়াস বিগেস্ট পাপ্পু' বলে কেন্দ্রীয় মন্ত্রীকে কটাক্ষ ডেরেকের, দেখুন
গত শুক্রবার কয়লাকাণ্ডে ইডির জিজ্ঞাসাবাদের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিষকে বন্দ্যোপাধ্যায়। শুক্রবার 'ভারতবর্ষের সবচেয়ে বড় পাপ্পুর নাম অমিত শাহ' বলে কেন্দ্রীয় মন্ত্রীকে কটাক্ষ করেন অভিষেক।
কলকাতা, ৫ সেপ্টেম্বর: 'ইন্ডিয়াস বিগেস্ট পাপ্পু' বলে অমিত শাহকে কটাক্ষ করলেন ডেরেক ও ব্রায়েন। নিজের টিশার্টের উপর অমিত শাহের ছবি এঁকে সেখানে 'ইন্ডিয়াস বিগেস্ট পাপ্পু' বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করেন ডেরেক। সোমবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ভিডিয়োও শেয়ার করেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ। দেখুন কী বললেন, ডেরেক...
গত শুক্রবার কয়লাকাণ্ডে ইডির জিজ্ঞাসাবাদের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিষকে বন্দ্যোপাধ্যায়। শুক্রবার 'ভারতবর্ষের সবচেয়ে বড় পাপ্পুর নাম অমিত শাহ' বলে কেন্দ্রীয় মন্ত্রীকে কটাক্ষ করেন অভিষেক।
শুধু তাই নয়, কেন্দ্রের বিএসএফের চোখের সামনে দিয়ে কীভাবে সীমান্ত দিয়ে গরু পাচার হয়, তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ। সেই সঙ্গে কয়লা পাচার বা গরু পাচার না বলে সংবাদমাধ্যম যাতে এই ঘটনাকে 'হোম মিনিস্টার স্ক্যাম' বলে নামকরণ করে, সেই মন্তব্যও করতে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।