Offline Train Ticket Bookings: কাল থেকে বিভিন্ন স্টেশনের বুকিং কাউন্টারেও মিলবে ট্রেন টিকিট, জানালেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল
এবার অফলাইনেও (Offline) টিকিট বিক্রি শুরু করছে রেল (Indian Railways)। আগামীকাল থেকে সারাদেশে স্টেশনগুলির টিকিট কাউন্টারে বুকিং আবার শুরু হবে। বৃহস্পতিবার রেল মন্ত্রী পীযূষ গোয়েল (Union Railway Minister Piyush Goyal) একথা জানিয়েছেন। গোয়েল বলেন, ২২ মে থেকে সারা দেশে ট্রেনের টিকিট বুকিং শুরু হবে। প্রায় ১ লাখ ৭০ হাজার কমন সার্ভিস সেন্টার (common service centres) থেকে টিকিট বুক করা যাবে। তিনি আরও জানান, রেল মন্ত্রক এই বিষয়ে একটি প্রোটোকল তৈরি করায় আগামী ২-৩ দিনের মধ্যে বিভিন্ন স্টেশনের কাউন্টারেও বুকিং আবারও শুরু করা হবে।
নতুন দিল্লি, ২১ মে: এবার অফলাইনেও (Offline) টিকিট বিক্রি শুরু করছে রেল (Indian Railways)। আগামীকাল থেকে সারাদেশে স্টেশনগুলির টিকিট কাউন্টারে বুকিং আবার শুরু হবে। বৃহস্পতিবার রেল মন্ত্রী পীযূষ গোয়েল (Union Railway Minister Piyush Goyal) একথা জানিয়েছেন। গোয়েল বলেন, ২২ মে থেকে সারা দেশে ট্রেনের টিকিট বুকিং শুরু হবে। প্রায় ১ লাখ ৭০ হাজার কমন সার্ভিস সেন্টার (common service centres) থেকে টিকিট বুক করা যাবে। তিনি আরও জানান, রেল মন্ত্রক এই বিষয়ে একটি প্রোটোকল তৈরি করায় আগামী ২-৩ দিনের মধ্যে বিভিন্ন স্টেশনের কাউন্টারেও বুকিং আবারও শুরু করা হবে।
গোয়েল জানান, রেল মন্ত্রক আগামী দিনে আরও ট্রেন চালু করার বিষয়ে ঘোষণা করবে। তিনি বলেন, "আমরা স্টেশনগুলিতে দোকান খোলার অনুমতিও দিয়েছি। তবে সেখান থেকে কেবল খাবার কেনা যাবে, খাওয়া যাবে না।" রেলমন্ত্রী আরও জানান যে বৃহস্পতিবার সকাল ১০ টায় আইআরসিটিসিতে বুকিং শুরুর আড়াই ঘণ্টার মধ্যে যাত্রীবাহী ট্রেনের সেকেন্ড ক্লাসের জন্য ৪ লাখেরও বেশি টিকিট বুক করা হয়েছে। তিনি বলেন, অনেকে বাড়ি যেতে চান। এছাড়াও, এমন অনেকে আছেন যারা শহরে ফিরে কাজে যোগ দিতে চান। এটা খুব ভালো লক্ষণ।" আরও পড়ুন: Indian Railways: ১ জুন থেকে দৈনিক ২০০ ট্রেন চলবে, irctc.co.in-এ আজ সকাল ১০টা থেকেই মিলবে টিকিট
১ জুন থেকে দৈনিক ২০০টি ট্রেন চালানোর ঘোষণা করেছিল ভারতীয় রেল (Indian Railways)। গতকাল সেই ট্রেনগুলির তালিকা প্রকাশ করা হয়েছে। এই ট্রেনগুলি সংরক্ষিত ট্রেন হবে। এবং এতে এসি, নন এসি ও জেনারাল কামরা থাকবে। আজ সকাল ১০ টা থেকেই ওই ট্রেনগুলির জন্য টিকিট বুকিং করা হয়েছে। অনলাইনে। irctc.co.in-এ গিয়ে টিকিট বুকিং চলছে।