IPL Auction 2025 Live

Indian Railways: ইতিহাসে প্রথমবার, ১০০ শতাংশ সময়ানুবর্তিতা মেনে ট্রেন চালিয়ে রেকর্ড রেলের

১০০ শতাংশ পাঞ্চুয়ালিটি (Punctuality) বা সময়ানুবর্তিতা মেনে ট্রেন চালিয়ে রেকর্ড করল ভারতীয় রেল (Indian Railways)। ভারতীয় রেলের ইতিহাসে এই প্রথমবার গতকাল ১০০ শতাংশ সময়ানুবর্তিতা মেনে চলেছে ট্রেন। গতকাল ২০১টি ট্রেন চলেছে। কোনও ট্রেনই ছাড়তে বা পৌঁছতে দেরি করেনি। এর আগে সব চেয়ে ভালো হার ছিল ৯৯.৫৪ শতাংশ। ২৩ জুন মাত্র একটি ট্রেন দেরি করেছিল।

ভারতীয় রেল Representational Image (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২ জুলাই: ১০০ শতাংশ পাঞ্চুয়ালিটি (Punctuality) বা সময়ানুবর্তিতা মেনে ট্রেন চালিয়ে রেকর্ড করল ভারতীয় রেল (Indian Railways)। ভারতীয় রেলের ইতিহাসে এই প্রথমবার গতকাল ১০০ শতাংশ সময়ানুবর্তিতা মেনে চলেছে ট্রেন। গতকাল ২০১টি ট্রেন চলেছে। কোনও ট্রেনই ছাড়তে বা পৌঁছতে দেরি করেনি। এর আগে সব চেয়ে ভালো হার ছিল ৯৯.৫৪ শতাংশ। ২৩ জুন মাত্র একটি ট্রেন দেরি করেছিল।

করোনাভাইরাসের কারণে রেলে লকডাউন চলছে। নিয়মিত যাত্রীবাহী ট্রেন পরিষেবা বাতিল রয়েছে। বিভিন্ন রাজ্যে আটকা পড়া যাত্রীদের ফেরাতে অল্প সংখ্যক স্পেশাল ট্রেন চলছে। তাও আবার কতকগুলি সুনির্দিষ্ট রুটে। ভারতীয় রেল জানিয়েছে যে ১ জুলাই ২০১টি ট্রেন ১০০ শতাংশ সময় মেনে চলেছে। আরও পড়ুন: Sopore Terror Attack: সোপরে নিরাপত্তা বাহিনীর গুলিতে সিভিলিয়নের মৃত্যু হয়নি, অভিযোগ ওড়ালো সিআরপিএফ

এর আগে ২১ জুন ইতিহাস গড়ে নর্থ সেন্ট্রাল রেলওয়ে। ওই দিন ওই জোনে ট্রেন চলাচলের পাঞ্চুয়ালিটি বা সময়ানুবর্তিতা ছুঁয়ে ফেলে ১০০ শতাংশ। একটিও ট্রেন 'লেট' করেনি