Indian Railways: জলের দাম ৫ টাকা বেশি নেওয়ায় আইআরসিটিসিকে ১ লক্ষ টাকা জরিমানা রেলের

অভিযোগ, ১৫ টাকার জলের বোতল ২০ টাকা দামে বিক্রি করা হচ্ছিল। যাত্রীর অভিযোগ পেতেই কড়া পদক্ষেপ করে ভারতীয় রেল।

IRCTC (Photo Credit: Twitter)

নয়াদিল্লিঃ জলের দাম বাবদ ৫ টাকা বেশি নেওয়ায় আইআরসিটিসিকে(IRCTC) ১ লক্ষ টাকা জরিমানা করল ভারতীয় রেলওয়ে(Indian Railways)। অভিযোগ, ১৫ টাকার জলের বোতল ২০ টাকা দামে বিক্রি করা হচ্ছিল। যাত্রীর অভিযোগ পেতেই কড়া পদক্ষেপ করে ভারতীয় রেল। জানা গিয়েছে, পুজা এসএফ এক্সপ্রেসে (Puja Express) সফর করছিলেন এক যাত্রী। ট্রেনে আইআরসিটিসির এক বিক্রেতার থেকে একটি জলের বোতল কেনেন। সেই জলের বোতলের আসল সাম ১৫ টাকা। কিন্তু বিক্রেতা তাঁর থেকে ২০ টাকা নেন। তিনি আপত্তি জালানে বিক্রেতা সাফ জানান, 'এই দামই দিতে হবে।' এরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান ওই যাত্রী। হেল্পলাইনে অভিযোগ যেতেই আইআরসিটিসির তরফে এক প্রতিনিধি এসে ওই যাত্রীকে ৫ টাকা ফেরত দিয়ে যান। তবে তাতে শান্ত হননি ওই যাত্রী। কেন নিয়ম ভঙ্গ করা হবে? এর প্রতিবাদ জানান তিনি। এরপরই নড়েচড়ে বসে রেল কর্তৃপক্ষ। একটি চিঠির মাধ্যমে আইআরসিটিসিকে ১ লক্ষ টাকা জরিমানা দেওয়ার কথা জানানো হয় রেলের তরফে। এই চিঠিতে উল্লেখ করা হয়,যাত্রীদের থেকে বেশি টাকা নেওয়া, অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে ভারতীয় রেল।

 জলের দাম ৫ টাকা বেশি নেওয়ায় আইআরসিটিসিকে ১ লক্ষ টাকা জরিমানা রেলের