Asaduddin Owaisi: সংসদে শপথ পাঠে প্যালেস্টাইনের জয়গান মিম সাংসদ ওয়াইসির গলায়, দেখুন ভিডিয়ো
৮ তম লোকসভার সাংসদ হিসেবে শপথ বাক্য পাঠ করতে গিয়ে বিতর্কে জড়ালেন মিম (AIMIM) প্রধান আসাউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)।
১৮ তম লোকসভার সাংসদ হিসেবে শপথ বাক্য পাঠ করতে গিয়ে বিতর্কে জড়ালেন মিম (AIMIM) প্রধান আসাউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)। হায়দারবাদের মুসলিম সাংসদ শপথগ্রহণের শেষদিকে, 'জয় প্যালেস্টাইন' স্লোগান তুললেন। ইজরায়েল বনাম হামাস যুদ্ধের স্লোগান এবার ভারতের সংসদে টেনে আনলেন আসাউদ্দিন ওয়েইসি। সংসদে শপথগ্রহণ বাক্যপাঠ করার পর ওয়াইসি স্লোগান তোলেন, "জয় ভিম, জয় মিম, জয় তেলাঙ্গানা, জয় ফিলিস্তিন (প্যালেস্টাইন), আল্লাহ হু আকবর"। শপথ বাক্যে দেশের নাম না নিলেও প্যালেস্টাইনের জয়গান করলেন ওয়াইসি।
এবার লোকসভা নির্বাচনে বিজেপির রেকর্ড প্রচারের মাঝে হায়দারাবাদ লোকসভা আসনে গতবারের চেয়েও বেশী ভোট পেয়ে জেতেন আসাউদ্দিন। বিজেপি-র প্রার্থী কোম্পেলা মাধবী লতা-কে মিম প্রধান হারান ৩ লক্ষ ৩৮ হাজার ভোটের ব্যবধানে।
দেখুন ভিডিয়ো
দেখুন ভিডিয়ো
হায়দারাবাদের পাঁচ বারের সাংসদ ওয়াইসি-র জয় প্যালেস্টাইন স্লোগান নিয়ে বিতর্কের ঝড় বয়ে গিয়েছে। বিশ্বজুড়ে মুসলিমরা ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তোপ দেগে প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছে। ভারত সরকারও যুদ্ধ বিধ্বস্ত প্যালেস্টাইনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। যুদ্ধবিরতি ইস্যুতেও প্যালেস্টাইনের পক্ষ নিয়েছে ভারত। তবে ভারতের সঙ্গে ইজরায়েলের ঘনিষ্ঠতাই অনেক বেশী।