Colorado Terror Attack (Photo Credits: X)

মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোয় 'সন্ত্রাসী হামলা' Colorado Terror Attack)। গাজায় (Gaza) আটক ইজরায়েলি পণবন্দিদের সমর্থনে কলোরাডোর বোল্ডারে একটি শপিং মলের বাইরে ইজরায়েলি সমর্থকদের একটি দল জড়ো হয়েছিল। সেই জমায়েতের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, হামলার ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। এই ঘটনাটিকে সাধারণ কোন হামলার ঘটনা নয় বরং 'সন্ত্রাসী হামলা' বলে উল্লেখ করেছে আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই।

জানা যাচ্ছে, রবিবার গাজায় যে সমস্ত ইজরায়েলি পণবন্দি রয়েছেন তাঁদের সমর্থনে একটি জমায়েতের আয়োজন করা হয়েছিল। বোল্ডারে ওই শপিং মলের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিল। এমন সময়ে এক ব্যক্তি আচমকা ছুটে আসেন সেখানে। 'প্যালেস্টাইনকে মুক্ত করো' বলে চিৎকার শুরু করেন। ওই সন্দেহভাজন জমায়েতকে লক্ষ্য করে ছুঁড়তে থাকতে ফায়ার বম্ব। এরপরেই জমায়েত ছত্রভঙ্গ হয়। হুড়োহুড়ি শুরু হয়। প্রাণ ভয় এদিক ওদিক ছোটাছুটি শুরু করেন সকলে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গ্রেফতার করে অভিযুক্তকে।

 কলোরাডোয় 'সন্ত্রাসী হামলা'

মার্কিন পুলিশ জানাচ্ছে, অভিযুক্ত ব্যক্তির নাম মোহাম্মদ সাবরি সোলিমান। বছর ৪৫-এর ওই ব্যক্তি হামলা চালানোর সময়ে নিজেও আহত হয়। এই ঘটনার নিন্দা করেছেন কলোরাডোর গভর্নর। এফবিআই আধিকারিকেরা এটিকে 'সন্ত্রাসী হামলা' বলে অভিহিত করেছেন। হামলার সময়ে অভিযুক্তের বিভিন্ন ছবি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, হামলাকারীর শরীরের ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। পরনে কেবল জিন্স এবং চোখে সানগ্লাস।