Ratan Tata: একরাশ 'স্বপ্নমৃত্যু', প্রয়াত শিল্প জগতের মহীরুহ রতন টাটা
বুধবার রাতেই মহারাষ্ট্রের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে কোলাবায় নিজের বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়েছে তাঁর মৃতদেহ।
নয়াদিল্লিঃ গত ৬ অক্টোবর রক্তচাপজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের(Mumbai) ব্রিচ ক্যান্ডি হাসপাতালে(Breach Candy Hospital) ভর্তি হয়েছিলেন। সেখান থেকে আর বাড়ি ফেরা হল না। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ শিল্পপতি রতন টাটা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছিল। সোমবার সকালে হাসপাতালের বিছানায় শুয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন তিনি। লেখেন, "আমার স্বাস্থ্য নিয়ে অনেক জল্পনা ছড়াচ্ছে। ওইসব জল্পনার কোনও ভিত্তি নেই।" বার্ধক্যজনিত সমস্যার কারণে নিয়মমাফিক চেক-আপের জন্যই হাসপাতালে ভর্তি হতে হয়েছে বলে জানান তিনি। মাঝে কেটেছে মাত্র একটা দিন। এরপরই বুধ রাতে মিলেছে দুঃসংবাদ। প্রবাদপ্রতিম শিল্পপতির মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। শিল্পজগতের মহীরুহ বলা চলে টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান রতন টাটাকে। বুদ্ধিমত্তা, মনন,সততা সবেতেই মানুষের মন জয় করেছেন তিনি। নতুন নতুন শিল্পকর্মের মাধ্যমে দেশের বুকে তৈরি করেছেন বহু কর্মসংস্থান। নতুনদের স্বপ্ন দেখিয়েছেন, বেকারের পেটে ভাত জুগিয়েছেন। সর্বোপরি টাটা গোষ্ঠীর বট গাছ ছিলেন তিনি। টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন রতনের প্রপিতামহ। এই গোষ্ঠীর বয়স একশোরও বেশি। উত্তরাধিকার সূত্রে টাটা গ্রুপের দায়িত্ব পান। জীবনের শেষ সময় পর্যন্ত নিজের একশো শতাংশ দিয়ে আগলে গিয়েছেন প্রাণের চেয়েও প্রিয় টাটা গোষ্ঠীকে। স্বাভাবিকভাবেই রতনের চলে যাওয়ায় অভিভাবকহীন টাটা গ্রুপ। তাঁর চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না অনেকেই। উৎসবের মাঝে যেন নীরবতা তৈরি করেছে এই মৃত্যু সংবাদ। বুধবার রাতেই মহারাষ্ট্রের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে কোলাবায় নিজের বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়েছে তাঁর মৃতদেহ।
প্রয়াত শিল্প জগতের মহীরুহ রতন টাটা
ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে বাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে রতন টাটার দেহ