Nirmala Sitharaman: ফোবর্সের ১০০ জন প্রভাবশালী মহিলার তালিকা ফের নাম উঠল ভারতের অর্থমন্ত্রীর
এই তালিকায় জায়গা পেয়েছেন, ৩৯ জন বিভিন্ন কোম্পানির সিইও, ১০ জনের দেশের প্রধান ও ১১ জন বিলিওনিয়ার। যাদের মোট অর্থ রয়েছে ১১৫ বিলিয়ন মার্কিন ডলার।
নয়াদিল্লি: বিশ্ব বিখ্যাত ফোবর্স (Forbes) পত্রিকায় প্রকাশিত পৃথিবীর ১০০ জন প্রভাবশালী মহিলাদের (Most Powerful Women) মধ্যে ফের নাম উঠল ভারতের অর্থমন্ত্রী (Indian Finance Minister) নির্মলা সীতারমণের (Nirmala Sitharaman)। এই নিয়ে মোট চারবার ফোবর্সের ১০০ জন প্রভাবশালী মহিলার তালিকায় নাম উঠল তাঁর। গত ২০১৯ প্রথম ৩৪ তম স্থানে, পরের বছর অর্থাৎ ২০২০ সালে ৪১ স্থানে, ২০২১ সালে ৩৭ নামে স্থানে নাম ওঠার পর এবার ৩৬ তম স্থানে জায়গা করে নিলেন তিনি।
নির্মালা সীতারমন ছাড়া আরও পাঁচজন ভারতীয় মহিলার নাম উঠেছে ফোবর্সের বিশ্বের সবথেকে প্রভাবশালী মহিলাদের তালিকায়। তাঁরা হলেন বায়োকনের এগজিকিউটিভ চেয়ারপার্সন (Biocon Executive Chairperson) কিরণ মজুমদার-শ, নায়াক্কার প্রতিষ্ঠাতা (Nykaa founder) ফাল্গুনি নায়ার, এইচসিএল টেক চেয়ারপার্সন (HCLTech Chairperson) রোশনি নাদার মালহোত্রা (৫৩ স্থান), সিকিউরিটস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন (Securities And Exchange Board Of India) মাধবী পুরী বুচ (৫৪ স্থান) ও স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন (Steel Authority Of India Chairperson) সোমা মণ্ডলের।
বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন যুদ্ধ ও কোভিড-১৯ মহামারি সময় ভারতীয় অর্থমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালনই ভারতের অর্থমন্ত্রী নির্মালা সীতারমনকে ফোবর্সের ১০০ জন প্রভাবশালী মহিলার তালিকা নাম তুলতে সাহায্য করেছে।
জানা গেছে, ২০২২ সালের শেষের দিকে প্রকাশিত বিশ্বের ১০০ জন প্রভাবশালী মহিলাদের ১৯ তম জাতীয় ফোবর্স তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিয়েছে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট (European Commission President) মিস উরসুলা ভন জের লিয়েন (Ms Ursula von der Leyen)। ৪৫০ লক্ষ মানুষের কথা চিন্তা করে তিনি যে নীতি প্রণয়ন করেছেন তা অসাধারণ। আর এই গণতন্ত্র রক্ষার কাজে তাঁর এই অবদানের কথা মাথায় রেখেই মিস উরসুলা ভন জের লিয়েন বিশ্বের সবথেকে প্রভাবশালী মহিলার স্থানে জায়গা দেওয়া হয়েছে।
এই তালিকায় জায়গা পেয়েছেন, ৩৯ জন বিভিন্ন কোম্পানির সিইও, ১০ জনের দেশের প্রধান ও ১১ জন বিলিওনিয়ার। যাদের মোট অর্থ রয়েছে ১১৫ বিলিয়ন মার্কিন ডলার।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)