EAM S Jaishankar's Sharp Attack On Canada: কানাডাকে তীব্র আক্রমণ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের, দেখুন ভিডিয়ো
কানাডায় খালিস্তানপন্থীদের বাড়বাড়ন্ত নিয়ে কয়েকদিন আগেই নয়াদিল্লির তরফে সতর্ক করা হয়েছিল সেদেশের প্রশাসনকে। তারপরও সেখানে ভারতবিরোধী কার্যকলাপ বন্ধ হয়েনি। বুধবার এই বিষয়ে কানাডা সরকারকে তীব্র আক্রমণ করলেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর।
নয়াদিল্লি: কানাডায় (Canada) খালিস্তানপন্থীদের বাড়বাড়ন্ত নিয়ে কয়েকদিন আগেই নয়াদিল্লির তরফে সতর্ক করা হয়েছিল সেদেশের প্রশাসনকে। তারপরও সেখানে ভারতবিরোধী কার্যকলাপ বন্ধ হয়েনি। বুধবার এই বিষয়ে কানাডা সরকারকে তীব্র আক্রমণ করলেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর (Indian Dr EAM S Jaishankar)।
এপ্রসঙ্গে নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "ভোট ব্যাঙ্কের রাজনীতির (Vote-bank politics) জন্য এই কাজ করছে কানাডা সরকার। ভোট পাওয়ার বাধ্যবাধকতার (vote bank compulsions) জন্য ওরা প্রতিক্রিয়া করতে গড়িমসি করছে। যদি কানাডায় হওয়া কোনও ঘটনার জন্য আমাদের দেশের সার্বভৌমত্ব (national security) ও নিরাপত্তার (national security) উপর কোনও প্রভাব পড়ে তাহলে আমরা তার যোগ্য জবাব (respond) দেব। গত কয়েক বছর ধরে আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন যে কতরকম ভাবে আমাদের মধ্যে থাকা চুক্তিগুলিতে (ties) প্রভাব পড়েছে।" আরও পড়ুন: Chandra Shekhar Aazad: স্বশস্ত্র দুষ্কৃতীদের গুলিতে জখম চন্দ্রশেখর আজাদ, ভিডিয়োতে শুনুন ভীম আর্মি প্রধানের বক্তব্য
দেখুন ভিডিয়ো: