Indian Crew Returns Home: ইরানের কাছে আটক ১৭ জন ভারতীয়র মধ্য দেশে ফিরলেন কেরলের ১ মহিলা ক্রু
ইরানের কাছে আটক ১৭ জনের মধ্যে কেরলের মহিলা ক্রু আজ নিরাপদে দেশে ফিরেছেন ।
নয়াদিল্লি: পণ্যবাহী জাহাজ ‘এমএসসি এরিজ’ আটক করেছে ইরান (Iran)। গত ১৩ এপ্রিল এমসিএস এরিজ (MCS Aries) নামে কন্টেনার শিপটি হরমুজ প্রণালী আটক করে। সেই জাহাজে ১৭ জন ভারতীয় নাগরিক ছিলেন। ইরানের কাছে বন্দি ভারতীয় নাবিকদের উদ্ধারে তৎপর হয় নয়াদিল্লি। বিষয়টি নিয়ে ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আবদোল্লাহিয়ানের সঙ্গে কথা বলেন এস জয়শংকর (S Jaishankar)।
বিদেশ মন্ত্রক সূত্রে খবর, তাঁদের মধ্যে একজন কেরলের মহিলা (Kerala woman) ক্রু আজ নিরাপদে দেশে ফিরেছেন । আরও জানা গিয়েছে অন্য ১৬ জন ভারতীয় ক্রু সদস্যের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। ক্রু সদস্যরা ভালো আছেন এবং তাঁরা তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করছেন। পাশাপাশি নাবিকদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখছে বিদেশমন্ত্রক।
উল্লেখ্য, ইরান ও ইজরায়েলের পরিস্থিতি কার্যত জটিল রূপ নিয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয়দের ইরান, ইজরায়েলে না যাওয়ার পরামর্শ দিয়েছে ভারত সরকার।