Indian Coast Guard Rescues 11: এক নাগাড়ে বৃষ্টিতে উত্তাল সমুদ্র, কোচির কাছ থেকে উপকূলরক্ষী বাহিনী উদ্ধার করল ১১ জনকে

কোচি থেকে ৮০ নটিক্যাল মাইল দূরে আটকে পড়ে একটি মাছ ধরার নৌকা। ফলে কোচি থেকে ৮০ নটিক্যাল মাইল দূরে ওই নৌকার মধ্যেই সব ক্রুরা আটকে পড়েন।

Indian Coast Guard Rescues 11.jpg (Photo Credit: Twitter)

দিল্লি, ১৮ জুলাই: একটানা বৃষ্টির (Heavy Rain) জেরে দেশের একাধিক জায়গায় নদী ফুঁসতে শুরু করেছে। ফলে নদীতে যেমন জল বাড়ছে, তেমনি সাগরেও বিপদ সঙ্কেত জারি করা হয়েছে। এক নাগাড়ে বৃষ্টির জেরে যখন মহারাষ্ট্র, কেরলে লাল সতর্কতা জারি করা হয়েছে, সেই সময় কোচির (Kochi) কাছ থেকে উদ্ধার করা হয় ১১ জন মৎস্যজীবীকে। প্রচণ্ড বৃষ্টির জেরে সমুদ্র যখন ফুঁসছে, সেই সময় কোচির কাছে আশানি নামের একটি মাছ ধরার নৌকা থেকে ১১ জনকে উদ্ধার করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard )। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ১১ জনকে সুরক্ষিতভাবে উদ্ধার করে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বৃহস্পতিবার এই খবর জানানো হয়েছে।

রিপোর্টে প্রকাশ, কোচি থেকে ৮০ নটিক্যাল মাইল দূরে আটকে পড়ে একটি মাছ ধরার নৌকা। ফলে কোচি থেকে ৮০ নটিক্যাল মাইল দূরে ওই নৌকার মধ্যেই সব ক্রুরা আটকে পড়েন। যে খবর পেতেই উদ্ধার কাজে নামে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। এরপর ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফে পরপর ১১ জনকে উদ্ধার করা হয়।