Indian Army's Face Off With PLA: তাওয়াংয়ে ৩০০ চিনা সেনাকে যোগ্য জবাব ভারতীয় বাহিনীর

, গত ৯ ডিসেম্বর চিনা সেনা যখন আচমকা তাওয়াং সেক্টরে হামলা চালায়, সেই সময় ভারতীয় সেনাও পুরোপুরি তৈরি ছিল বলে জানা যায়। ফলে ভারতীয় সেনা বাহিনীর উপর কবজা করার পরিকল্পনা একেবারেই স্বার্থক হয়নি চিনা সেনার।

Indian Army, PLA (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১২ ডিসেম্বর: গালওয়ানের (Galwan) পর এবার তাওয়াং (Tawang)। ফের চিনা সেনার মুখোমুখি ভারতীয় বাহিনী। গত ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে চিনের পিপলস লিবারেশন আর্মির (PLA) মুখোমুখি হয় ভারতীয় সেনা (Indian Army)। যার জেরে দু পক্ষেরই বেশ কয়েকজন সেনা কর্মী আহত হন বলে খবর। সূত্রের তরফে মেলা খবর অনুযায়ী, তাওয়াং সেক্টরে ভারতীয় সেনার তুলনায় বেশি আহত হন পিপলস লিবারেশন আর্মির সদস্যরা। শুধু তাই নয়, গত ৯ ডিসেম্বর চিনা সেনা যখন আচমকা তাওয়াং সেক্টরে হামলা চালায়, সেই সময় ভারতীয় সেনাও পুরোপুরি তৈরি ছিল বলে জানা যায়। ফলে ভারতীয় সেনা বাহিনীর উপর কবজা করার পরিকল্পনা একেবারেই স্বার্থক হয়নি চিনা সেনার। জানা যায়, ৯ ডিসেম্বর তাওয়াং সেক্টরে পিপলস লিবারেশন আর্মির ৩০০ সদস্যের একটি দল হানা দেয়।

 

আরও পড়ুন: Indian Army's Face Off With PLA: অরুণাচলে ফের ভারতীয় সেনার মুখোমুখি চিনা বাহিনী, আহত বেশ কয়েকজন

প্রসঙ্গত এর আগে ২০২০ সালে ১৫ জুন গালওয়ানেও ঠিক একইভাবে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতীয় বাহিনী। গালওয়ানে সংঘর্ষের জেরেও ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়। যার জেরে ভারত, চিন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ চড়তে শুরু করে।