Army Jawan Shot Dead By Naxals: ছত্তিশগড়ে মেলা দেখতে যাওয়া ভারতীয় সেনা জওয়ানকে খুন করল নকশালরা

গ্রামের মেলা দেখতে যাওয়া ভারতীয় সেনার এক জওয়ান মেলার মধ্যেই গুলি করে খুন করল নকশালরা। শনিবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের নকশাল অধ্যুষিত কানকের জেলায়।

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

কানকের: গ্রামের মেলা (fair)দেখতে যাওয়া ভারতীয় সেনার (Indian Army) এক জওয়ান (jawan) মেলার মধ্যেই গুলি (Shoot) করে খুন করল নকশালরা (naxals)। শনিবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) নকশাল অধ্যুষিত কানকের জেলায় (Kanker district)।

এপ্রসঙ্গে কানকের জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোমান সিনহা বলেন, "আমবেদা পুলিশ স্টেশনের (Amabeda PS) অন্তর্গত ইউসলি (Useli) গ্রামে একটি মেলা হচ্ছিল। শনিবার বিকেলে সেখানে গেছিলেন ভারতীয় সেনার এক জওয়ান মোহিত রাম আনছলা (Moti Ram Anchla)। সেই সময় তাঁকে ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে একদল বন্দুকধারী নকশাল। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।"