Indian and US Army's concerts: হিমালয়ের বুকে রক কনসার্ট ভারতীয় ও মার্কিন সেনার, মন ভালো করা ভিডিয়ো
রক কনসার্টের এই ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিয়োটি দেখে ভালো হয়ে গেছে অনেক নেটিজেনেরই মন।
আউলি: যুদ্ধের প্রশিক্ষণ (War training) নিচ্ছিলেন। একে অপরকে শিখিয়ে দিচ্ছিলেন আধুনিক যুদ্ধের রণকৌশল। তার মাঝেই হিমালয়ের (Himalayas) অসাধারণ প্রাকৃতিক পরিবেশে দেখে আর মন মানল না। ক্যাম্পের একপাশে রক কনসার্টে (Indian and US Army's concerts) মেতে উঠতে দেখা গেল ভারত ও আমেরিকার সৈনিকদের (Indian and US Army soldiers)। যেখানে লিড গিটার (lead guitar) বাজাচ্ছিলেন সিনিয়র মার্কিন সেনা আধিকারিক (senior American officer) আর তাঁদের পাশে ড্রাম (Drum) বাজিয়ে আসর মাত করছিলেন ভারতীয় সেনা আধিকারিক (Indian Army officer) ও জওয়ানরা (Jawans)। আরও পড়ুন: Twin Sister Marriage: একসঙ্গে মুম্বইয়ের আইটি ইঞ্জিনিয়র যমজ বোনকে বিয়ে করলেন পাত্র, দেখুন এক স্বামী দুই স্ত্রী-র বিয়ের ভিডিও
রবিবার মার্কিন সেনার ১১তম এয়ারবর্ন ডিভিশন (US Army's 11th Airborne Division) সূত্রে পাওয়া ওই ২০ সেকেন্ডের ওই ভিডিয়ো (video) পোস্ট করা হয়েছে এএনআইয়ের (ANI) টুইটার পেজে (Twitter page)। তা থেকে জানা গেছে, উত্তরাখণ্ডের (Uttarakhand) আউলিতে (Auli) দুদেশের যুগ্ম ১৮তম যুদ্ধাভ্যাসের ফাঁকে ভারতীয় ও মার্কিন সেনার রক কনসার্ট চলছে। যাতে লিড গিটার বাজাচ্ছেন সিনিয়র মার্কিন সেনা আধিকারিকরা। ভিডিয়োটিতে দু'দেশের অন্য সেনাকর্মীরা গানের মজা নেওয়ার পাশাপাশি স্মরণীয় এই মুহূর্তটিকে ধরে রাখতে নিজেদের মোবাইল ফোনে ভিডিয়োও করছিলেন। রক কনসার্টের এই ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিয়োটি দেখে ভালো হয়ে গেছে অনেক নেটিজেনেরই মন।