পিঙ্কি আর রিঙ্কি-মুম্বইয়ের বাসিন্দা যমজ বোনের মধ্যে খুব মিল। একসঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গে সব কিছু শেয়ার করা। দু'জনের পছন্দটা এমন মিলে গেল যে শেষ অবধি একই পাত্রর গলায় মালা পরালো দুই যমজ বোন। হুবহু একই ররকম দেখতে দুই বোনকে। পাত্র হলেন মহারাষ্ট্রের সোলাপুর জেলার গ্রামের ছেলে। যমজ বোনকে ছাদনাতলায় একসঙ্গে মালা পরিয়ে অগ্নিসাক্ষী করে বিয়ে করলেন পাত্র। মহারাষ্ট্রের সোলাপুরের আকলুজ গ্রামে হল এই যমজ বিয়ে। দুই যমজ বোনের নাম- পিঙ্কি ও রিঙ্কি। দুই বোন আইটি ইঞ্জিনিয়র। মুম্বইয়ের এক নামজাদা আইটি সংস্থায় কাজ করে দুই বোন।
দুই যমজ বোনের সঙ্গে পরিচয় কী করে হল অতুলের? সম্প্রতি যমজ বোন পিঙ্কি ও রিঙ্কির বাবা মারা যান। এরপর ক দিন ওরা মায়ের কাছে এসে থাকে। তাঁদের মা অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়। অতুলই দুই বোনকে গাড়ি করে তাঁদের মায়ের কাছে নিয়ে যেত। রাস্তাতেই পরিচয় যমজ বোনের সঙ্গে। এরপর তাঁদের মা সুস্থ হয়ে বাড়ি ফেরে। আর বিপদে পাশে থাকা অতুলকে যমজ বোনের এতই মনে ধরে, যে স্বামীকে শেয়ার করতে পিছুপা হয়নি। আরও পড়ুন-মোবাইলের ব্যাটারি ফেটে বিস্ফোরণ, কোনমতে প্রাণে বাঁচল দোকানদার
দেখুন ভিডিও
Two sisters, both IT professionals, from Mumbai marry same man from Akluj village in Solapur, Maharashtra. pic.twitter.com/xsTAaGhNAt
— Love (@LocalBabaji) December 4, 2022
মা-কে তারা জানায় দুজনেই একসঙ্গে বিয়ে করবে অতুল। মেয়েদের প্রস্তাবে শুরুটা অবাক হলেও অমত করেননি। পরিবারের কয়েকজন আপত্তি করলেও অতুলও রাজি হয়ে যায় তাতে। বিয়ে শেষে দুই স্ত্রী-কে নিয়ে হানিমুনে বিদেশ যাওয়ার কথা অতুলের।