Nitin Gadkari On Chinese companies: দেশে হাইওয়ে প্রকল্পে চিনা সংস্থাগুলিকে অংশ নিতে দেওয়া হবে না: কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি
দেশের হাইওয়ে প্রকল্পগুলিতে (Highway projects) চিনা সংস্থাগুলিকে (Chinese companies) অংশ নিতে দেওয়া হবে না। জানিয়ে দিলেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি (Union Minister Nitin Gadkari)। যৌথ উদ্যোগের ক্ষেত্রেও চিন সংস্থাগুলি অংশ নিতে পারবে না বলেও জানান তিনি। বুধবার গডকরি বলেন, সরকার নিশ্চিত করবে যে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (MSME) মতো বিভিন্ন খাতে চিনা বিনিয়োগকারীদের অংশ নিতে দেওয়া উচিত নয়। আমরা রাস্তা নির্মাণের জন্য চিনা অংশীদারীতে যৌথ উদ্যোগের অনুমতি দেব না। আমরা কড়া অবস্থান নিয়েছি যে তারা (চিনা সংস্থাগুলি) আমাদের দেশে যৌথ উদ্যোগের মাধ্যমে এলে আমরা তা অনুমতি দেব না।”
নতুন দিল্লি, ১ জুলাই: দেশের হাইওয়ে প্রকল্পগুলিতে (Highway projects) চিনা সংস্থাগুলিকে (Chinese companies) অংশ নিতে দেওয়া হবে না। জানিয়ে দিলেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরি (Union Minister Nitin Gadkari)। যৌথ উদ্যোগের ক্ষেত্রেও চিন সংস্থাগুলি অংশ নিতে পারবে না বলেও জানান তিনি। বুধবার গডকরি বলেন, সরকার নিশ্চিত করবে যে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (MSME) মতো বিভিন্ন খাতে চিনা বিনিয়োগকারীদের অংশ নিতে দেওয়া উচিত নয়। আমরা রাস্তা নির্মাণের জন্য চিনা অংশীদারীতে যৌথ উদ্যোগের অনুমতি দেব না। আমরা কড়া অবস্থান নিয়েছি যে তারা (চিনা সংস্থাগুলি) আমাদের দেশে যৌথ উদ্যোগের মাধ্যমে এলে আমরা তা অনুমতি দেব না।”
মন্ত্রী আরও বলেন যে শিগগিরই চিনা সংস্থাগুলিকে হাইওয়ে প্রকল্পগুলিতে অংশগ্রহণ করতে না দেওয়া ও ভারতীয় সংস্থাগুলির জন্য নিয়য়ম শিথিল সংক্রান্ত নীতি প্রকাশ করা হবে। এই বিষয়ে নীতিন গডকরি বলেন, "MSME সেক্টরে বৈদেশিক বিনিয়োগ এবং যৌথ উদ্যোগকে উৎসাহিত করা হলেও চিনাদের স্বাগত জানানো হবে না।" আরও পড়ুন: Explosion at Boiler of Neyveli Lignite Plant: তামিলনাড়ুর নেইভেলি লিগনাইট কর্পোরেশনের তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, মৃত ৬
চিনের সঙ্গে চলমান সীমান্ত সমস্যার আবহেই সোমবার ভারত জাতীয় নিরাপত্তার হুমকির কথা উল্লেখ করে ৫৯টি অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করেছে। যার বেশিভাগই চিনা। নিষিদ্ধ হওয়া অ্যাপগুলির মধ্যে রয়েছে জনপ্রিয় হ্যালো, টিকটক ও ইউসি ব্রাউজার।