India Vishwa Guru: হনুমান জয়ন্তী ও বিজেপির প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষ্যে বার্তা মোদীর

এটা একটি সংযোগের বিষয় যে বিজেপির ৪৪ তম প্রতিষ্ঠাতা দিবস এবং বজরং বলীর জন্মদিন একই সাথে, যিনি সনাতন ধর্মের অন্যতম প্রধান হিসেবে বিবেচিত

PM Narendra Modi (Photo Credits: PTI)

হনুমান জয়ন্তী ও বিজেপির প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষ্যে বিশেষ বার্তা দিলেন মোদী। একটি বক্তব্যে তিনি জানান, এটা একটি সংযোগের বিষয় যে বিজেপির ৪৪ তম প্রতিষ্ঠাতা দিবস এবং বজরং বলীর জন্মদিন একই সাথে, যিনি সনাতন ধর্মের অন্যতম প্রধান হিসেবে বিবেচিত। তবে কারন যাই হোক না কেন মোদীর বক্তব্য এবং হনুমানের জীবনের অসংখ্য জীবনকথা থেকে বোঝা যাচ্ছে যে এটা খুবই সহজ যে বিজেপির কার্যপদ্ধতি ও হনুমানের কার্যপদ্ধতির মধ্যে সামঞ্জস্য খুঁজে পাওয়া একটি সাধারন বিষয়। হনুমানের জীবনবৃত্তান্ত বিভিন্ন ক্ষেত্রে গবেষনার বিষয় হয়ে দাড়িয়েছে। ম্যামেজমেন্টের শিক্ষকরাও বিভিন্ন বক্তৃতাতে হনুমানের ব্যাপারে উল্লেখ করেছেন।

"বজরংবলী রামের কাজে সর্বদা নিয়োজিত।শুধুমাত্র রামকাজ করার জন্যই হনুমানের জন্ম হয়েছে।বজরংবলীর থেকে অনুপ্রেরনা নিয়ে মোদী জানান,  হনুমানের জীবনের বিভিন্ন ঘটনা ভারতের উন্নতির ক্ষেত্রে কোথাও উৎসাহ যোগায়।" বলে জানান তিনি।

"হনুমানজী অসীম ক্ষমতার অধীকারী, কিন্তু তিনি সেই ক্ষমতার প্রয়োগ করেন যখন তার আত্ম সংশয় শেষ হয়। স্বাধীনতার আগে বিশেষ করে ২০১৪ র আগে ভারতের অবস্থা ছিল ঠিক একইরকম বলে জানান মোদী।