Hafiz Saeed: ২৬/১১-র 'মাস্টার মাইন্ড' হাফিজ সইদকে প্রত্যার্পণ করা হোক, পাকিস্তানকে জানাল ভারত

বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও জানান, ২৬/১১ হামলার মূল মাথা হাফিজ সইদকে প্রত্যার্পণের বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তান সরকারের হাতে দেওয়া হয়েছে। ফলে পাকিস্তান সরকার যাতে হাফিজ সইদকে প্রত্যার্পণের বিষয়ে আবেদন জানানো হয়েছে।

Hafiz Saeed (Photo Credit: Wikipedia)

দিল্লি, ২৯ ডিসেম্বর: হাফিজ সইদকে ( Hafiz Saeed) যাতে ভারতের হাতে তুলে দেওয়া হয়, সে বিষয়ে পাকিস্তানের (Pakistan) কাছে আবেদন জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, ২৬/১১ হামলার মূল মাথা হাফিজ সইদকে প্রাত্যার্পণ করা হোক। সইদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ভারতে। সেই কারণে হাফিজ সইদকে প্রত্যার্পণের বিষয়ে পাকিস্তানের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানান অরিন্দম বাগচি।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও জানান, ২৬/১১ হামলার মূল মাথা হাফিজ সইদকে প্রত্যার্পণের বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তান সরকারের হাতে দেওয়া হয়েছে। ফলে পাকিস্তান সরকার যাতে হাফিজ সইদকে প্রত্যার্পণের বিষয়ে আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন: Hafiz Saeed: মুম্বই হামলার মূল মাথা হাফিজ সইদকে প্রত্যার্পণ করুক পাকিস্তান, চাইছে ভারত

প্রসঙ্গত সামনেই পাকিস্তানের সাধারণ নির্বাচন। এবারে পাকিস্তানের সাধারণ নির্বাচনে পাকিস্তান মুসলিম লিগের তরফ থেকে লড়াই করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। নওয়াজ প্রধানমন্ত্রী হলে, ফের ভারত, পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে প্রবাব পড়তে পারে বলে অনুমান।