Coronavirus Cases India:ওমিক্রন আতঙ্কের মধ্যেও নিয়ন্ত্রণে কোভিড সংক্রমণ, অ্য়াক্টিভ কেস ৯৯,৯৭৬টি

করোনার নতুন প্রজাতি ওমিক্রন ঢুকে পড়েছে ভারতে। কর্ণাটকে দুজনের শরীরে এই নতুন রোগের জীবাণু মিলেছে। দেশজুড়ে ওমিক্রন নিয়ে উদ্বেগ জারি রয়েছে। বৃহস্পতিবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৯ হাজার ২১৬ জন।

Coronavirus In India(Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৩ ডিসেম্বর:  করোনার নতুন প্রজাতি ওমিক্রন ঢুকে পড়েছে ভারতে। কর্ণাটকে দুজনের শরীরে এই নতুন রোগের জীবাণু মিলেছে। দেশজুড়ে ওমিক্রন নিয়ে উদ্বেগ জারি রয়েছে। বৃহস্পতিবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত  (Coronavirus Cases India) হলেন ৯ হাজার ২১৬ জন।  তবে আসার খবর এই যে সংক্রামিতর সংখ্যাা এখনও লাখের নিচেই ঘোরাফেরা করছে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহূর্তে অ্য়াক্টিভ কেস ৯৯ হাজার ৯৭৬টি। আরও পড়ুন-Cyclone Jawad Update: ঘূর্ণিঝড় জাওয়াদের গেরো, শনিবার থেকে বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ

করোনার দৈনিক পরিসংখ্যান

এদিকে দুই ওমিক্রন আক্রান্তের একজনের বয়স ৬৬ বছর। ওই বৃদ্ধ কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকা থেকে  দুবাই হয়ে ফিরেছেন।  তিনি কোভিড টিকার দুটি ডোজই নিয়েছিলেন। তারপরেও ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় আক্রান্ত ব্যক্তির বয়স ৪৬ বছর।  দ্বিতীয় আক্রানেতর একেবারে প্রতক্ষ সংস্পর্শে এসেছেন তিনজন।  এবং পরোক্ষ সংস্পর্শে এসেছেন ২ জন। গত ২২-২৫ নভেম্বর আক্রান্ত ব্যক্তির কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।