COVID-19 Cases In India: গত ৬ মাসে সর্বোচ্চ, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮১,৪৬৬ জন

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন ৮১ হাজার ৪৬৬ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৪৬৯ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০ হাজার ৩৫৬ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ ৩ হাজার ১৩১ জন। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে ৬ লাখ ১৪ হাজার ৬৯৬ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ১৫ লাখ ২৫ হাজার ৩৯ জন। করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৩৯৬ জন। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare)।

কোভিড (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২ এপ্রিল: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন ৮১ হাজার ৪৬৬ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৪৬৯ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০ হাজার ৩৫৬ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ ৩ হাজার ১৩১ জন। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে ৬ লাখ ১৪ হাজার ৬৯৬ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ১৫ লাখ ২৫ হাজার ৩৯ জন। করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৩৯৬ জন। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare)।

দেশে মোট ৬ কোটি ৮৭ লাখ ৮৯ হাজার ১৩৮ জনকে করোনা ভ্যাকসিন (Vaccine) দেওয়া হয়েছে। তার মধ্যে গতকাল ৩৬ লাখ ৭১ হাজার ২৪২ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আরও পড়ুন: WB Assembly Elections 2021: নন্দীগ্রামে সম্প্রীতি বিঘ্নের আশঙ্কা, ভোট মিটতেই জেলাশাসককে চিঠি দিব্যেন্দুর

এদিকে বিশ্বে করোনায় আক্রান্ত ১৩ কোটি ছাড়াল। দাঁড়িয়েছে ১৩ কোটি ১ লাখ ৫৭ হাজার ১৯১ জন। এর মধ্যে মারা গেছেন ২৮ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন। এখন পর্যন্ত এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১০ কোটি ৪৮ লাখ ৮৩ হাজার ১৫১ জন।