Coronavirus Cases In India: ৫৬১ দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ রোগী, দেশে ফিকে হচ্ছে ওমিক্রন আতঙ্ক
দেশজুড়ে বাড়ছে করোনার নয়া প্রজাতি ওমিক্রন। যদিও দৈনিক কোভিড পরিসংখ্যান জাগাচ্ছে আশার আলো। রবিবার সারাদিনের দৈনিক সংক্রমণ নিম্নমুখী (Coronavirus Virus Cases In India)।
নতুন দিল্লি, ১৩ ডিসেম্বর: দেশজুড়ে বাড়ছে করোনার নয়া প্রজাতি ওমিক্রন। যদিও দৈনিক কোভিড পরিসংখ্যান জাগাচ্ছে আশার আলো। রবিবার সারাদিনের দৈনিক সংক্রমণ নিম্নমুখী (Coronavirus Virus Cases In India)। নতুন আক্রান্ত ৭ হাজার ৩৫০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ২০২। একই দিনে করোনাকে হারিয়ে বাড়িতে ফিরলেন ৭ হাজার ৯৭৩ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেস ৯১ হাজার ৪৫৬ জন। গত ৫৬১ দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ রোগী এদেশে। আরও পড়ুন- সংসদ হামলার ২০ বছর, সাহসী শহিদ নিরাপত্তাকর্মীদের শ্রদ্ধা জানালেন মমতা
দেখুন করোনার দৈনিক পরিসংখ্যান
এদিকে মুম্বইতে প্রথম ওমিক্রন আক্রান্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে গেছেন। কর্ণাটকের তৃতীয় ওমিক্রন আক্রান্তের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনিও সুস্থ হয়ে উঠেছেন। খুব শিগগির হাসপাতাল থেকে বাড়িতে ফিরবেন। চণ্ডীগড়ের ওমিক্রন আক্রান্তও করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন।হাসপাতাল থেকে তাড়াতাড়ি ছাড়াও পেয়ে যাবেন। এদিকে রবিবারই প্রথম ওমিক্রন রোগীর সন্ধান মিলল কেরালায়। তিনি স্থানীয় বাসিন্দা। সম্প্রতি ইংল্যান্ড থেকে ফিরেছেন।