Coronavirus In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৫৪ হাজার ৭৩৫, মৃত্যু ৮৫৩ জনের

দেশে করোনাভাইরাসে (COVID-19) আক্রান্তের সংখ্যা ১৭ লাখ পার করল। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৪ হাজার ৭৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। একই সময়ে মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৫০ হাজার ৭২৪। তার মধ্যে ৫ লাখ ৬৭ হাজার ৭৩০ জনের চিকিৎসা চলছে। সুস্থ হয়েছেন ১১ লাখ ৪৫ হাজার ৬৩০ জন। মোট মৃত্যুর সংখ্যা ৩৭ হাজার ৩৬৪ জন।

Coronavirus (Photo: PTI)

নতুন দিল্লি, ২ অগাস্ট: দেশে করোনাভাইরাসে (COVID-19) আক্রান্তের সংখ্যা ১৭ লাখ পার করল। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৪ হাজার ৭৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। একই সময়ে মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৫০ হাজার ৭২৪। তার মধ্যে ৫ লাখ ৬৭ হাজার ৭৩০ জনের চিকিৎসা চলছে। সুস্থ হয়েছেন ১১ লাখ ৪৫ হাজার ৬৩০ জন। মোট মৃত্যুর সংখ্যা ৩৭ হাজার ৩৬৪ জন। করোনা আক্রান্তের নিরিখে ভারত বিশ্বের ৩ নম্বর স্থানে রয়েছে।

এদিকে মহারাষ্ট্র এখনও পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য। তারপরই রয়েছে তামিলনাড়ু। গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে ৫ হাজার ৮৭৯ জন করোনাভাইরাস আক্রান্তের খোঁজ মিলেছে। দক্ষিণের ওই রাজ্যে মোট করোনা আক্রান্ত ২ লাখ ৫১ হাজার ৭৩৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৯ জনের। মোট মৃত্যুর সংখ্যা ৪ হাজার ৩৪ জন। আরও পড়ুন: LAC Standoff: সীমান্ত সংঘাতের অবসান ঘটাতে আজ পঞ্চম দফার বৈঠকে ভারত-চিন

India's COVID tally crosses 17 lakh mark with 54,736 positive cases & 853 deaths in the last 24 hours.

Total #COVID19 cases stand at 17,50,724 including 5,67,730 active cases, 11,45,630 cured/discharged/migrated & 37,364 deaths: Health Ministry pic.twitter.com/WXGdKfaHUW

করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চললেও দেশে মৃত্যুর হার কম। মোট আক্রান্তের মাত্র ২.১৫ শতাংশের মৃত্যু হচ্ছে। যা লকডাউন জারির পর সবচেয়ে কম। জুন মাসের মাঝামাঝি এই হার ছিল ৩.৩৩ শতাংশ।



@endif