IPL Auction 2025 Live

Coronavirus In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪৬,৯৬৪, মৃত্যু ৪৭০ জনের

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন ৪৬ হাজার ৯৬৪ জন। এনিয়ে দেশে মোটা করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১ লাখ ৮৪ হাজার ৮৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৭০ জনের। দেশে মোট ১ লাখ ২২ হাজার ১১১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসা চলছে ৫ লাখ ৭০ হাজার ৪৫৮ জনের। সুস্থ হয়েছেন ৭৪ লাখ ৯১ হাজার ৫১৩ জন। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Union Health Ministry)।

ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১ নভেম্বর: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন ৪৬ হাজার ৯৬৪ জন। এনিয়ে দেশে মোটা করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১ লাখ ৮৪ হাজার ৮৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৭০ জনের। দেশে মোট ১ লাখ ২২ হাজার ১১১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসা চলছে ৫ লাখ ৭০ হাজার ৪৫৮ জনের। সুস্থ হয়েছেন ৭৪ লাখ ৯১ হাজার ৫১৩ জন। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Union Health Ministry)।

আইসিএমআর (ICMR) জানিয়েছে, গতকাল পর্যন্ত সারা দেশে ১০ কোটি ৯৮ লাখ ৮৭ হাজার ৩০৩টি নমুনার পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে গতকাল ১০ লাখ ৯১ হাজার ২৩৯টি নমুনার পরীক্ষা হয়েছে।আরও পড়ুন: WB Govt Letter To Rail: লোকাল ট্রেন চালাতে চেয়ে রেলকে চিঠি রাজ্যের

এদিকে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৭৪ হাজার। একই সময়ে মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৬ হাজার মানুষের। আজ সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ লাখ ১৯৩ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ৭৭৯ জন।