Covid-19 Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪৬,৭৫৯ জন, মৃত্যু ৫০৯ জনের
গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৪৬ হাজার ৭৫৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৫০৯ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩১ হাজার ৩৭৪ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ৯৪৭ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮০২ জন। বর্তমানে চিকিৎসা চলছে ৩ লাখ ৫৯ হাজার ৭৭৫ জনের। দেশে করোনায় মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৩৭ হাজার ৩৭০ জন।
নতুন দিল্লি, ২৮ অগাস্ট: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৪৬ হাজার ৭৫৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৫০৯ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩১ হাজার ৩৭৪ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ৯৪৭ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮০২ জন। বর্তমানে চিকিৎসা চলছে ৩ লাখ ৫৯ হাজার ৭৭৫ জনের। দেশে করোনায় মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৩৭ হাজার ৩৭০ জন।
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে ৬২ কোটি ২৯ লাখ ৮৯ হাজার ১৩৪ ডোজ টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে গতকাল ১ কোটি ৩ লাখ ৩৫ হাজার ২৯০ ডোজ টিকা দেওয়া হয়েছে। যা এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ টিকাকরণ। আরও পড়ুন: US Drone Strike: আফগানিস্তানে ড্রোন হামলা চালাল আমেরিকা, নিকেশ বিমানবন্দরে হামলার মূল চক্রী
শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৯৮ হাজার ৮৬৪ জনের। আর এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৬২ লাখ ৪ হাজার ২৬৬ জন। সুস্থ হয়েছেন ১৯ কোটি ৩১ লাখ ৮৮ হাজার ৬৩৬ জন।