COVID-19 Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪৪,৬৫৮ জন, মৃত্যু ৪৯৬ জনের

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন ৪৪ হাজার ৬৫৮ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২ হাজার ৯৮৮ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২৬ লাখ ৩ হাজার ১৮৮ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৮ লাখ ২১ হাজার ৪২৮ জন। বর্তমানে চিকিৎসা চলছে ৩ লাখ ৪৪ হাজার ৮৯৯ জনের। করেনায় দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৩৬ হাজার ৮৬১ জন।

করোনাভাইরাস(Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৭ অগাস্ট: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন ৪৪ হাজার ৬৫৮ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২ হাজার ৯৮৮ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২৬ লাখ ৩ হাজার ১৮৮ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৮ লাখ ২১ হাজার ৪২৮ জন। বর্তমানে চিকিৎসা চলছে ৩ লাখ ৪৪ হাজার ৮৯৯ জনের। করেনায় দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৩৬ হাজার ৮৬১ জন।

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে ৬১ কোটি ২২ লাখ ৮ হাজার ৫৪২ ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে গতকাল দেওয়া হয়েছে প্রায় ৮০ লাখ ডোজ। আর গতকাল পর্যন্ত দেশে মোট পরীক্ষা হয়েছে ৫১ কোি ৪৯ লাখ ৫৪ হাজার ৩০৯টি নমুনার। আরও পড়ুন: Kabul Blast: কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত বেড়ে ৯০, জখম দেড়শোর বেশি

শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৫৪ লাখ ৭৭ হাজার ৩১২ জন। মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৮৮ হাজার ৫৭০ জনের। সুস্থ হয়েছেন ১৯ কোটি ২৬ লাখের বেশি মানুষ।



@endif