Coronavirus In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪১,৮১০, মৃত ৪৯৬ জনের

২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হলেন ৪১ হাজার ৮১০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। দেশে মোট করোনাভাইরাসে আক্রান্ত ৯৩ লাখ ৯২ হাজার ৯২০ জন। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬৯৬ জনের। দেশে বর্তমানে চিকিৎসা চলছে ৪ লাখ ৫৩ হাজার ৯৫৬ জনের। মোট সুস্থ হয়েছেন ৮৮ লাখ ২ হাজার ২৬৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২ হাজার ২৯৮ জন। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare)।

ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৯ নভেম্বর: ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হলেন ৪১ হাজার ৮১০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। দেশে মোট করোনাভাইরাসে আক্রান্ত ৯৩ লাখ ৯২ হাজার ৯২০ জন। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬৯৬ জনের। দেশে বর্তমানে চিকিৎসা চলছে ৪ লাখ ৫৩ হাজার ৯৫৬ জনের। মোট সুস্থ হয়েছেন ৮৮ লাখ ২ হাজার ২৬৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২ হাজার ২৯৮ জন। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare)।

আইসিএমআর জানিয়েছে, গতকাল পর্যন্ত সারা দেশে ১৩ কোটি ৯৫ লাখ ৩ হাজার ৮০৩টি নমুনার পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে গতকাল হয়েছে ১২ লাখ ৮৩ হাজার ৪৪৯ টি নমুনার পরীক্ষা। আরও পড়ুন: IED Blast By Maoists In Chhattisgarh: ছত্তিশগড়ের সুকনায় মাওবাদীদের IED বিস্ফোরণ, নিহত কোবরা ব্যাটালিয়নের ১ অফিসার, জখম ১০

এদিকে বিশ্বে করোনা আক্রান্ত ৬ কোটি ২১ লাখের দোরগোড়ায়। আজ সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ২০ লাখ ৯৪ হাজার ১২৭ জনে। মৃত্যু হয়েছে ১৪ লাখ ৪৯ হাজার ৭০৯ জনের।