ভারতে করোনা(Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২২ জুলাই: করোনা আক্রান্তের তালিকায় (COVID-19 Cases In India) হু হু করে সামনের দিকে এগিয়ে চলেছে ভারত। মঙ্গলবার সারাদিনে দেশে নতুন করে কোভিডের কবলে পড়লেন ৩৭ হাজার ৭২৪ জন। একই দিনে করোনার বলি ৬৪৮ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুসারে দেশে সবমিলিয়ে করোনায় আক্রান্ত ১১ লক্ষ ৯২ হাজার ৯১৫। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৭৩২। এই মুহূর্তে সংক্রামিত ৪ লক্ষ ১১ হাজার ১৩৩ জন। অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ৭ লক্ষ ৫৩ হাজার ৪৯ জন। সংক্রমণের তালিকায় দেশের মধ্যে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্ত ৩ লক্ষ ২৭ হাজার ৩১ জন।

জানা গিয়েছে, মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী ৮ হাজার ৩৬৯ জন। মঙ্গলবার সারাদিনে ২৪৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে ওই রাজ্যে মোট করোনার মৃত্যু মিছিলে শামিল ১২ হাজার ২৭৬ জন। শুধুমাত্র মুম্বইতেই মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩ হাজার ২৬২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ৯৯৫ জন। বৃহন্মুম্বই পুরসভার রিপোর্ট অনুসারে গতকাল সেখানে করোনায় মৃত ৬২ জন। সবমিলিয়ে এই পর্যন্ত দেশের বাণিজ্য নগরীতে করোনার বলি হলেন ৫ হাজার ৮১৪ জন। বুধবার আইসিএমআর-এর তথ্য বলছে, এখনও পর্যন্ত দেশে ১ কোটি ৪৭ লক্ষ ২৪ হাজার ৫৪৬টি নমুনার করোনা টেস্ট হয়েছে। এর মধ্যে শুধু মঙ্গলবারেই ৩ লক্ষ ৪৩ হাজার ২৪৩টি নমুনা পরীক্ষা হয়। তবে গত দুদিনে ভারতে নতুন করে করোনা রোগীর সংখ্যা সামান্য হলেও কমেছে। যেখানে দুদিন আগে ৪০ হাজার একদিনে আক্রান্ত হল। সেখানে এখন ৩৭ হাজারের কোঠায় রয়েছে নতুন রোগীর সংখ্যা। আরও পড়ুন-Sourav Ganguly: সৌরভ গাঙ্গুলির বিসিসিআই প্রেসিডেন্ট পদের মেয়াদ বাড়ছে? আজ সুপ্রিম রায়

দেশের মধ্যে দ্বিতীয় করোনা বিধ্বস্ত রাজ্যটি তামিলনাড়ু। সেখানে মোট সংক্রামিত ১ লক্ষ ৮০ হাজার ৬৪৩ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৬২৬। গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৬৫ জন। তবে একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪ হাজার ৮৯৪ জন।


আপনি এটাও পছন্দ করতে পারেন

COVID-19: অতিমারির সময় বিশ্বের প্রায় অর্ধেক মোবাইল ফোন কোভিড-১৯ ভাইরাস বহন করেছিল, জানাচ্ছে নতুন গবেষণা রিপোর্ট

Health Ministry New Covid Guidelines: পূর্ণ বয়স্ক করোনা রোগীদের জন্য নয়া নির্দেশিকা কেন্দ্রের

Summer Heat Wave: প্রচণ্ড গ্রীষ্মের তাপপ্রবাহ থেকে বাঁচতে কী কী করবেন? জানাচ্ছে স্বাস্থ্য মন্ত্রক

Delhi: 'তামাক যন্ত্রণাদায়ক মৃত্যুর কারণ', আগামী ১ ডিসেম্বর থেকে সিগারেটের প্যাকেটে থাকবে এই সংশোধনী

Covid-19 In India: এক ধাক্কায় ৪১ শতাংশ বৃদ্ধি, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৫ হাজার ২৩৩ জন

Covid-19 Death Toll In World: কোভিডের কারণে সারা বিশ্বে অন্তত ১৫ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Covid-19 Cases In China: চিনে মারাত্মক আকার নিয়েছে করোনা সংক্রমণ, রবিবার নতুন করে আক্রান্ত ১৩ হাজারের বেশি

Coronavirus Cases In India: দেশে নতুন কোভিড রোগী ২ লাখ ৫১ হাজার ২০৯ জন, সংক্রমণের বলি ৬২৭ জন