Covid-19 Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩৪,৪৫৭ জন, মৃত্যু ৩৭৫ জনের
গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ৩৪ হাজার ৪৫৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩৭৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৩৪৭ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare) জানিয়েছে, দেশে বর্তমানে ৩ লাখ ৬১ হাজার ৩৪০ জনের চিকিৎসা চলছে। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৯৮২ জন। দেশে করোনায় মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৩৩ হাজার ৯৬৪ জন।
নতুন দিল্লি, ২১ অগাস্ট: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ৩৪ হাজার ৪৫৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩৭৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৩৪৭ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare) জানিয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁডিয়েছে ৩ কোটি ২৩ লাখ ৯৩ হাজার ২৮৬। বর্তমানে ৩ লাখ ৬১ হাজার ৩৪০ জনের চিকিৎসা চলছে। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৯৮২ জন। দেশে করোনায় মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৩৩ হাজার ৯৬৪ জন।
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে গতকাল পর্যন্ত ৫৭ কোটি ৬১ লাখ ১৭ হাার ৩৫০ ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে গতকাল ৩৬ লাখ ৩৬ হাজার ৪৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। আরও পড়ুন: Evacuation Mission From Kabul: আফগানিস্তানে এখনও পড়ে বহু ভারতীয়, উদ্ধারে যাওয়ার জন্য প্রস্তুত বায়ুসেনার সি-১৭ বিমান
গোটা বিশ্বে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮২ হাজার ২০২ জন। একদিনে মৃত্যু হয়েছে ১০ হাজার ২০৫ জনের। এ নিয়ে বিশ্বে এখনও পর্যন্ত মোট করোনায় মৃত্যু হল ৪৪ লাখ ২৭ হাজার ৭৬৭ জনের এবং মোট আক্রান্ত হয়েছেন ২১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার ৫৩৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৪৩৪ জন।