Coronavirus Cases In India: এক ধাক্কায় ৩ লাখ ছুঁই ছুঁই নতুন সংক্রামিত, দেশে ফের বাড়ছে করোনা

ফের বাড়ল সংক্রমণ। মঙ্গলবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন (Coronavirus Cases In India) ২ লাখ ৮২ হাজার ৯৭০ জন। একই দিনে করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন ১ লাখ ৮৮ হাজার ১৫৭ জন।

Coronavirus | Representational Image (Photo Credits: Pixabay)

নতুন দিল্লি, ১৯ জানুয়ারি: ফের বাড়ল সংক্রমণ। মঙ্গলবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন (Coronavirus Cases In India) ২ লাখ ৮২ হাজার ৯৭০ জন। একই দিনে করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন ১ লাখ ৮৮ হাজার ১৫৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৪৪১ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ১৮ লাখ ৩১ হাজার। নিত্য পজিটিভিটি রেট ১৫ . ১৩ শতাংশ। আরও পড়ুন- Pandemic Wedding: অতিমারিতে বিয়ে দেখুন গুগল মিটে, ভোজ পৌঁছে দেবে জোম্যাটো

করোনার দৈনিক পরিসংখ্যান

দেশে আজ পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৯৬১। গতকালকের থেকে আজ ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়েছে ০.৭৯ শতাংশ।বিয়েবাড়ি, মেলায় ছাড় দেওয়ার পর  কোভিডকালে নতুন গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য। রাত ৯টা পর্যন্ত খোলা থাকতে পারবে জিম। সেক্ষেত্রে ৫০ শতাংশ নিয়ে খুলতে হবে জিম (Gym)। তবে জিমের কর্মী এবং যাঁরা সেখানে যাবেন, প্রত্যেককে টিকার দুই ডোজ নিয়ে তবেই সেখানে প্রবেশ করতে হবে বলে জানানো হয় নবান্নের তরফে।

সামাজিক দূরত্ব মেনে সিনেমা এবং মেগা সিরিয়ালের শ্যুটিং করা যাবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে। খোলা মঞ্চে যাত্রাও করা যাবে