Coronavirus Cases In India: ৩ লাখের নিচে অ্যাক্টিভ কেস, দেশে নিম্নমুখী করোনা সংক্রমণ

ফের কমল দৈনিক সংক্রমণ৷ রবিবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন (Coronavirus Cases In India) ২৬ হাজার ৪১ জন৷ করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে ফিরেছেন ২৯ হাজার ৬২১ জন৷

Covid-19 Cases In India (File Photo)

নতুন দিল্লি, ২৭ সেপ্টেম্বর: ফের কমল দৈনিক সংক্রমণ৷ রবিবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন (Coronavirus Cases In India) ২৬ হাজার ৪১ জন৷ করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে ফিরেছেন ২৯ হাজার ৬২১ জন৷ একদিনে দেশে কোভিডের বলি ২৭৬ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৬ লাখ ৭৮ হাজার ৭৮৬ জন৷ করোনাকে জয় করেছেন ৩ কোটি ২৯ লাখ ৩১ হাজার ৯৭২ জন৷ এখনও পর্যন্ত কোভিডের মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৪৭ হাজার ১৯৪ জন৷ এই মুহূর্তে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৬২০ জন৷ আরও পড়ুন- Bharat Bandh Today: কেন্দ্রের ৩ কৃষি আইনের বর্ষপূর্তিতে আজ ভারত বনধ

কোভিডের দৈনিক পরিসংখ্যান 

উল্লেখ্য, তৃতীয় ঢেউয়ের হাতছানির মাজে এটাই সবথেকে ইতিবাচক খবর যে, কমল অ্যাক্টিভ রোগী৷ দীর্ঘদিন চার লাখে স্থির থাকার পর দেশের সংক্রামিতর সংখ্যা নামল তিন লাখের নিচে৷ কোভিডের প্রতিষেধক যে কাজ শুরু করেছে তা তৃতীয় ঢেউয়ের সময়কালে ভালভাবে উপলব্ধি করা যাচ্ছে৷ এখনও পর্যন্তে দেশের ৮৬ কোটি ১ লাখ ৫৯ হাজার ১১ জন বাসিন্দা কোভিডের টিকা পেয়েছেন৷ শুধুমাত্র গতকাল ২৬ সেপ্টেম্বর রবিবার টিকাকরণের আওতায় এসেছেন ৩৮ লাখ ১৮ হাজার ৩৬২ জন৷ যেকোনও উপায়ে চলতি বছরের মধ্যে ভারতের সিংহভাগ বাসিন্দাকে ভ্যাক্সিনেটেড করতে বদ্ধপরিকর কেন্দ্রের মোদি সরকারষ টিকাপ্রাপ্তের পরিসংখ্যান দেখলে বেশ বোঝা যায়, সেদিকের অগ্রগতি৷