Coronavirus Cases In India: দেশে নতুন করোনা রোগী ২৫ হাজার ৪০৪ জন, কমল অ্যাক্টিভ কেস
আরও কিছুটা কমল দৈনিক সংক্রমণ৷ সোমবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ২৫ হাজার ৪০৪ জন৷ গতকাল হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ৩৭ হাজার ১২৭ জন৷
নতুন দিল্লি, ১৪ সেপ্টেম্বর: আরও কিছুটা কমল দৈনিক সংক্রমণ৷ সোমবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ২৫ হাজার ৪০৪ জন৷ গতকাল হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ৩৭ হাজার ১২৭ জন৷ তবে দৈনিক মৃত্যুর পরিসংখ্যা ফের ঊর্ধ্বমুখী৷ ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৩৩৯৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ৩ কোটি ৩২ লাখ ৮৯ হাজার ৫৭৯৷ অ্যাক্টিভ রোগী ৩ লাখ ৬২ হাজার ২০৭৷ এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২৪ লাখ ৮৪ হাজার ১৫৯ টাকা৷ মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৪৩ হাজার ২১৩ জন৷ আরও পড়ুন-Mullah Abdul Ghani Baradar Death Rumours: মুল্লা আবদুল গনি বরাদর জীবিত, মৃত্যুর গুজব ওড়াল তালিবান:
ভারতে কোভিডের দৈনিক পরিসংখ্যান
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, টিকাকরণের আওতায় এসেছেন ৭৫ কোটি ২২ লাখ ৩৮ হাজার ৩২৪ জন৷ গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ৭৮ লাখ ৬৬ হাজার ৯৫০ জন৷