Coronavirus Cases In India: দেশে নতুন কোভিড রোগী ২ লাখ ৫১ হাজার ২০৯ জন, সংক্রমণের বলি ৬২৭ জন
ফের কমল সংক্রমণ। বৃহস্পতিবার সারাদিনই দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন (Coronavirus Cases In India) ২ লাখ ৫১ হাজার ২০৯ জন।
নতুন দিল্লি, ২৮ জানুয়ারি: ফের কমল সংক্রমণ। বৃহস্পতিবার সারাদিনই দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন (Coronavirus Cases In India) ২ লাখ ৫১ হাজার ২০৯ জন। একদিনে দেশে করোনার বলি ৬২৭ জন। গতকাল করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন ৩ লাখ ৪৭ হাজার ৪৪৩ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহূর্ত ভারতে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২১ লাখ ৫ হাজার ৬১১। পজিটিভিটি রেট ১৫ .৮৮ শতাংশ। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ১৬৪ কোটি ৪৪ লাখ ৭৩ হাজার ২১৬ জন। আরও পড়ুন-Winter In West Bengal: জানুয়ারির শেষে পারদ পতন, সপ্তাহান্তে শীত উপভোগ বাঙালির
করোনার দৈনিক পরিসংখ্যান
এদিকে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হয়েছেন সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay), জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার সন্ধে নাগাদ তিনি এসএসকেএম হাসপাতালে সংগীতশিল্পীকে দেখতে আসেন। পরে বেরিয়ে মুখ্যমন্ত্রী সন্ধ্যা মুখোপাধ্য়ায়ের করোনা আক্রান্ত হওয়ার খবর জানান। হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন গীতশ্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সংগীতশিল্পীকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। আপাতত তিনি আইসোলেশনে রয়েছেন।