Coronavirus Cases In India: একযোগে বাড়ল দৈনিক সংক্রমণ ও করোনার বলি, দেশে ৩ লাখের নিচে অ্যাক্টিভ রোগী
আশার আলো জ্বলতে না জ্বলতেই ফের নিভল৷ দেশের দৈনিক করোনা সংক্রমণ (Coronavirus Cases In India) পুনরায় ২০ হাজার টপকে গেল৷ বুধবার সারাদিনে নতুন করে কোভিডের কবলে পড়লেন ২৩ হাজার ৫২৯ জন৷
নতুন দিল্লি, ৩০ সেপ্টেম্বর: আশার আলো জ্বলতে না জ্বলতেই ফের নিভল৷ দেশের দৈনিক করোনা সংক্রমণ (Coronavirus Cases In India) পুনরায় ২০ হাজার টপকে গেল৷ বুধবার সারাদিনে নতুন করে কোভিডের কবলে পড়লেন ২৩ হাজার ৫২৯ জন৷ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৮ হাজার ৭১৮ জন৷ বেড়েছে মৃত্যুও৷ গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৩১১ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ২০ জন৷ সবমিলিয়ে দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ৩ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার ৯৮০ জন৷ করোনাকে জয় করেছেন ৩ কোটি ৩০ লাখ ১৪ হাজার ৮৯৮ জন৷ আরও পড়ুন-West Bengal Weather Update: নিম্নচাপের গেরো কাটিয়ে শরতের রোদ্দুর, স্বস্তিতে বঙ্গবাসী
ভারতে করোনার পরিসংখ্যান
দেশে করোনার বলি ৪ লাখ ৪৮ হাজার ৬২ জন৷ এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৮৮ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ৫৭৮ জন৷ শুধু গতকাল ২৯ ডিসেম্বর বুধবার টিকাকরণের আওতায় এসেছেন ৬৫ লাখ ৩৪ হাজার ৩০৬ জন৷ দেশে সংক্রমণের হার কমতে না কমতেই ফের ঊর্ধ্বমুখী৷ সামনে একের পর এক উৎসব৷ এই সময় জনতা যাতে বাড়ির বাইরে বেরিয়ে কোভিড বিধি মেনে চলে, তাই আগেভাগে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত কোভিড নিয়ন্ত্রণ বলবৎ রেখেছে কেন্দ্র৷ এই প্রসঙ্গে স্বরাষ্ট্র সচিবের মত, বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ বাড়ছে৷ তাই উৎসবের মরশুমে কোভিড বিধি মেনে পথে বেরতে হবে৷ কোনওভাবে নিয়ম লঙ্ঘন চলবে না৷ তাতে সংক্রমণের মাত্রা বাড়তে পারে৷ এজন্য প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি৷ হাসপাতাল, বেড ও সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখে প্রস্তুত থাকতে বলা হয়েছে৷
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)