Covid-19 Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২ লাখ ৩৪ হাজার ২৮১ জন, মৃত্যু ৮৯৩ জনের

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ২ লাখ ৩৪ হাজার ২৮১ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৮৯৩ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৭৮৪ জনের। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Union Health Ministry)জানিয়েছে, দেশে বর্তমানে ১৮ লাখ ৮৪ হাজার ৯৩৭ জনের চিকিৎসা চলছে।

CoronaVirus Spreads In India (Photo Credit: Twitter/ANI)

নতুন দিল্লি, ৩০ জানুয়ারি: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ২ লাখ ৩৪ হাজার ২৮১ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৮৯৩ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৭৮৪ জনের। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Union Health Ministry)জানিয়েছে, দেশে বর্তমানে ১৮ লাখ ৮৪ হাজার ৯৩৭ জনের চিকিৎসা চলছে।

দৈনিক সংক্রমণের হার হয়েছে ১৪.৫০ শতাংশ। দেশে এখনও পর্যন্ত ১৬৫ কোটি ৭০ লাখ ৬০ হাজার ৬৯২ ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে। আরও পড়ুন: Kashmir Encounter: কাশ্মীরে বড় সাফল্য বাহিনীর, দু'টি পৃথক এনকাউন্টারে নিকেশ জইশ কমান্ডার-সহ ৫ জঙ্গি

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়া জানিয়েছেন, দেশের যোগ্য জনসংখ্যার ৭৫ শতাংশেরও বেশি জনকে সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে। তিনি টুইটে লেখেন, "সবকা সাথ, সবকা প্রয়াস মন্ত্রের সঙ্গে ভারত তার প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৭৫ শতাংশকে টিকার উভয় ডোজ দিয়ে দিয়েছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা আরও শক্তিশালী হচ্ছি। আমাদের সমস্ত নিয়ম মেনে চলতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব টিকা নিতে হবে।"