Coronavirus Cases In India: ২০১ দিন পরে ২০ হাজারের নিচে দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও
করোনা পরিসংখ্যানের নিম্নমুখীতায় আশার আলো৷ অনেক দিন পরে ২০ হাজারের নিচে দৈনিক সংক্রমণ৷ গতকাল সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন (Coronavirus Cases In India) ১৮ হাজার ৭৯৫ জন৷
নতুন দিল্লি, ২৮ সেপ্টেম্বর: করোনা পরিসংখ্যানের নিম্নমুখীতায় আশার আলো৷ অনেক দিন পরে ২০ হাজারের নিচে দৈনিক সংক্রমণ৷ গতকাল সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন (Coronavirus Cases In India) ১৮ হাজার ৭৯৫ জন৷ সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৬ হাজার ৩০ জন৷ দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ২০০-র নিচে৷ গতকাল করোনার বলি ১৭৯ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ৩ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার ৫৮১৷ এতদিনে করোনাকে জয় করেছেন ৩ কোটি ২৯ লাখ ৫৮ হাজার ২ জন৷ আরও পড়ুন-Petrol & Diesel Prices Hiked: কলকাতায় পুজোর আগে সেঞ্চুরি ছাড়াল পেট্রোল, দূর্মূল্য ডিজেল
২০১ দিন পর সর্বনিম্ন করোনা রোগী
এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২০৬ জন৷ দেশে করোনার মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৪৭ হাজার ৩৭৩ জন৷ এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৮৭ কোটি ৭ লাখ ৮ হাজার ৬৩৬ জন৷ শুধু গতকাল ২৭ সেপ্টেম্বর টিকাকরণের আওতায় এসেছেন ১২ লাখ ২২ হাজার ৫২৫ জন৷ এদিকে ২০১ দিন পরে দেশে ২০ হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ৷ যে পরিসংখ্যান করোনাকে জয় করার ক্ষেত্রে আশার আলো দেখাচ্ছে৷