Covid-19 Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১,৫৯,৬৩২ জন, মৃত্যু হয়েছে ৩২৭ জনের
গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ১ লাখ ৫৯ হাজার ৬৩২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩২৭ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০ হাজার ৮৬৩ জন। দৈনিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ১০.২১ শতাংশে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Health Ministry) জানিয়েছে, দেশে বর্তমানে ৫ লাখ ৯০ হাজার ৬১১ জনের চিকিৎসা চলছে। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৬০৩ জন।
নতুন দিল্লি, ৯ জানুয়ারি: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ১ লাখ ৫৯ হাজার ৬৩২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩২৭ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০ হাজার ৮৬৩ জন। দৈনিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ১০.২১ শতাংশে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Health Ministry) জানিয়েছে, দেশে বর্তমানে ৫ লাখ ৯০ হাজার ৬১১ জনের চিকিৎসা চলছে। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৬০৩ জন।
করোনায় মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৮৩ হাজার ৭৯০ জন। গতকাল পর্যন্ত দেশে ১৫১ কোটি ৫৮ লাখের বেশি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। দেশে এখনও পর্যন্ত মোট ৩ হাজার ৬২৩ জন ওমিক্রন প্রজাতিতে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১ হাজার ৪০৯ জন সুস্থ হয়েছেন। ওমিক্রন সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে ১ হাজার ৯ জন আক্রান্ত হয়েছেন। এরপর রয়েছে দিল্লি ও কর্নাটক। আরও পড়ুন: Memorial For Blackbucks: সলমন খানের হাতে হত্যা হওয়া কৃষ্ণসার হরিণের জন্য রাজস্থানে স্মৃতিসৌধ
ভারতের মোট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে করোনা সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। রাজ্যে ৫১ হাজারের বেশি রোগীর এখন চিকিৎসা চলছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জিনোম সিকোয়েন্সিংয়ের নমুনায় ৭১ শতাংশতেই ওমিক্রন পাওয়া গিয়েছে।