Coronavirus Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১২,১৯৪ জন, মৃত্যু ৯২ জনের

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন ১২ হাজার ১৯৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৯২ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১১ হাজার ১০৬ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯ লাখ ৪ হাজার ৯৪০ জন। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে ১ লাখ ৩৭ হাজার ৫৬৭ জনের। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৬ লাখ ১১ হাজার ৭৩১ জন। করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৪২ জনের। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Union Health Ministry)।

ভারতে করোনা (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১৪ ফেব্রুয়ারি: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন ১২ হাজার ১৯৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৯২ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১১ হাজার ১০৬ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯ লাখ ৪ হাজার ৯৪০ জন। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে ১ লাখ ৩৭ হাজার ৫৬৭ জনের। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৬ লাখ ১১ হাজার ৭৩১ জন। করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৪২ জনের। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Union Health Ministry)।

ICMR জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে ২০ কোটি ৬২ লাখ ৩০ হাজার ৫১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল করা হয়েছে ৬ লাখ ৯৭ হাজার ১১৪টি নমুনার পরীক্ষা। আরও পড়ুন: Pulwama Terror Attack 2nd Anniversary: পুলওয়ামা জঙ্গি হামলার ২ বছর, শহিদ হয়েছিলেন ৪০ CRPF জওয়ান

বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৯১ লাখ ১ হাজার ৯০৬ জন। মৃত্যু হয়েছে ২৪ লাখ ৫ হাজার ৩৮৮ জন।