Coronavirus Cases In India: ২৬৪ দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ কেস, দৈনিক আক্রান্ত ছাড়াল ১১ হাজার
ফের বাড়ল দৈনিক সংক্রমণ। মঙ্গলবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ১১ হাজার ৪৬৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৪৬০ জন। এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ১ লাখ ৩৯ হাজার ৬৮৩টি। এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে বাড়িতে ফিরেছেন ৩ কোটি ৩৭ লাখ ৮৭ হাজার ৪৭ জন।
নতুন দিল্লি, ১০ নভেম্বর: ফের বাড়ল দৈনিক সংক্রমণ। মঙ্গলবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ১১ হাজার ৪৬৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৪৬০ জন। এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ১ লাখ ৩৯ হাজার ৬৮৩টি। এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে বাড়িতে ফিরেছেন ৩ কোটি ৩৭ লাখ ৮৭ হাজার ৪৭ জন। করোনার মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৬১ হাজার ৮৪৯ জন। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ১০৯ কোটি ৬৩ লাখ ৫৯ হাজার ২০৮ জন। গতকাল সারাদিনে টিকা পেয়েছেন ৫২ লাখ ৬৯ হাজার ১৩৭ জন।
করোনার দৈনিক পরিসংখ্যান
বিভিন্ন দেশে কোভিড প্রতিষেধক হিসেবে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ছাড়পত্র পেয়েছে। সৌজন্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অস্ট্রেলিয়া, ইরান, নেপাল, শ্রীলঙ্কা, জিম্ববোয়ে, ফিলিপিন্স ইতিমধ্যেই কোভ্যাক্সিন টিকা নেওয়া লোকজনকে সেদেশে স্বাগত জানিয়েছে। অল্প সময়ের মধ্যে ভারতে ২-১৮ বছরের ছেলেমেয়েদের কোভ্যাক্সিন টিকা দেওয়া শুরু হবে।