Coronavirs Cases In India: ফের হাজার ছাড়াাল দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টায় করোনার বলি ৭১ জন
মঙ্গলবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirs Cases In India) হলেন ১,০৮৬ জন।
নতুন দিল্লি, ৬ এপ্রিল: মঙ্গলবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirs Cases In India) হলেন ১,০৮৬ জন। একই দিনে কোভিড থেকে সুস্থ হয়েছেন ১, ১৯৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৭১ জন।
স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ১১ হাজার ৮৭১টি। মৃত্যুমিছিলে শামিল ৫ লাখ ২১ হাজার ৪৮৭ জন। পজিটিভিটি রেট ০.২৩ শতাংশ। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ১৮৫.৪ কোটি জনতা।
করোনার দৈনিক পরিসংখ্যান