Coronavirus Cases In India: দেশে ফের নিম্নমুখী করোনা সংক্রমণ, সামান্য বাড়ল অ্যাক্টিভ কেসের সংখ্যা

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ২ হাজার ৩৩৮ জন। তবে গত রবিবার সারাদিনে আক্রান্ত হওয়া করোনা রোগীর সংখ্যার তুলনায় আজকে কম।

Coronavirus | Representational Image (Photo Credits: Pixabay)

নতুন দিল্লি, ৩১ মে: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ২ হাজার ৩৩৮ জন। তবে গত রবিবার সারাদিনে আক্রান্ত হওয়া করোনা রোগীর সংখ্যার তুলনায় আজকে কম। রবিবার সারাদিনে দেশে করোনায় আক্রান্ত হলেছিলেন ২ হাজার ৭০৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ১৯ জন। সবমিলিয়ে ভারতে করোনার মৃত্যু মিছিলে শামিল ৫ লক্ষ ২৪ হাজার ৬৩০ জন।

এই মুহূর্তে অ্যাক্টিভ কেস খানিকটা হলেও বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১৭ হাজার ৮৮৩। গতকাল সুস্থ হয়েছেন ২ হাজার ১৩৪ জন। ভারতে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।