Coronavirus Cases In India: ভারতে করোনার কাঁটা, নতুন সংক্রামিত ৬৮ হাজার ২০ জন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন (Coronavirus Cases In India) ৬৮ হাজার ২০ জন। সোমবার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে সবমিলিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ২০ লাখ ৩৯ হাজার ৬৪৫।

ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৯ মার্চ: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন (Coronavirus Cases In India) ৬৮ হাজার ২০ জন। সোমবার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে সবমিলিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ২০ লাখ ৩৯ হাজার ৬৪৫। ২০২০-র ১৬ অক্টোবর থেকে দৈনিক দেশে করোনা সংক্রমণের রেকর্ড যা রয়েছে তাকেই ভাঙল দোলের দিনের করোনা আক্রান্তের সংখ্যা। গত শনিবার সারাদিনে দেশে নতুন করে করোনার কবলে পড়েছিলেন ৬২ হাজার ৭১৪ জন। গতকাল সারাদিনে দেশে করোনার বলি ২৯১ জন। সবমিলিয়ে করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৬১ হাজার ৮৪৩ জন। রবিবার হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ হাজার ২৩১ জন। আরও পড়ুন-WB Assembly Elections 2021: ১ এপ্রিল মহারণ, সোমবার নন্দীগ্রামে প্রচারের ময়দানে মুখোমুখি মমতা শুভেন্দু

তবে মোট হিসেব বলছে এখনও পর্যন্ত সরকারিভাবে দেশে করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৫৫ হাজার ৯৯৩ জন। ৩৫ হাজার ৪৯৮ জনকে নিয়ে ভারতে মোট অ্যাকটিভ রোগী এখন ৫ লাখ ২১ হাজার ৮০৮ জন। এদের মধ্যে একজন করোনা আক্রান্তকে তাঁর দেশে পাঠানো হয়েছে। রবিবার আইসিএমআর-এর তথ্য অনুযায়ী মোট ৯ লাখ ১৩ হাজার ৩১৯ জনের কোভিট টেস্ট হয়েছে। এখনও পর্যন্ত আইসিএমআর ২৪ কোটি ১৮ লাখ ৬৪ হাজার ১৬১ জনের করোনা টেস্ট করিয়েছে। এদিকে ১৬ জানুয়ারি থেকে দেশে করোনার টিকাকরণ শুরু হয়েছে। এখনও পর্যন্ত ৬ কোটি ৫ লক্ষ ৩০ হাজার ৪৩৫ ডোজের কোভিড টিকা দেওয়া হয়ে গেছে।