Coronavirus In India: একদিনে ভারতে করোনা আক্রান্ত ৩৮ হাজার ৯০২, মৃত বেড়ে ২৬,৮১৬

ফের দেশে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত। প্রায় ৩৯,০০০ জন একদিনে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮ হাজার ৯০২। শুধু মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা তিন লক্ষ ছাড়াল। দেশে মোট আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ৭৭ হাজার ৬১৮। মৃত বেড়ে ২৬ হাজার ৮১৬। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫৪৩ জনের। একদিনে সুস্থ ২৩ হাজার ৬৭২ জন। গোটা দেশে সংক্রমণ মুক্ত ৬ লক্ষ ৭৭ হাজার ৪২৩।

ভারতে করোনা আক্রান্ত | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৯ জুলাই: ফের দেশে রেকর্ড সংখ্যক করোনা (COVID-19) আক্রান্ত। প্রায় ৩৯,০০০ জন একদিনে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮ হাজার ৯০২। শুধু মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা তিন লক্ষ ছাড়াল। দেশে মোট আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ৭৭ হাজার ৬১৮। মৃত বেড়ে ২৬ হাজার ৮১৬। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫৪৩ জনের। একদিনে সুস্থ ২৩ হাজার ৬৭২ জন। গোটা দেশে সংক্রমণ মুক্ত ৬ লক্ষ ৭৭ হাজার ৪২৩।

দেশের মধ্যে মহারাষ্ট্রে (Maharashtra) সংক্রমণের হার সবথেকে বেশি। সেখানে মৃত্যু সংখ্যা ১১ হাজার ৫৯৬ জনের। আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৯৩৭। দিল্লিতে (Delhi) মৃত ৩ হাজার ৫৯৭। সংক্রমিত ১ লক্ষ ২১ হাজার ৫৮২। তামিলনাড়ুতে ২ হাজার ৪০৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৫ হাজার ৭১৪। গুজরাতে মৃতের সংখ্যা ২ হাজার ১২২। সংক্রমিত ৪৭ হাজার ৩৯০। উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ১০৮ জনের। আক্রান্ত ৪৭ হাজার ৩৬। পশ্চিমবঙ্গেও একদিনে আক্রান্ত ২,০০০। আরও পড়ুন, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ হাজার ১৯৮ জন, মৃত্যু ২৭ জনের

বিশ্বে আক্রান্তের সংখ্যার বিচারে আমেরিকা ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে ভারত। তবে প্রতি দশলক্ষ জনসংখ্যায় সংক্রমণ ও মৃত্যুর হারের ক্ষেত্রে ভারতের পরিস্থিতি অনেকটাই ভালো। ভারতের থেকে আক্রান্তের সংখ্যা বেশি আমেরিকা (৩,৮৩৩,২৭১) ও ব্রাজিল (২,০৭৫,২৪৬)-এ। ভারতে সুস্থতার হার ৬২.৮৬ শতাংশ। আইসিএমআর জানিয়েছে, ১৮ জুলাই পর্যন্ত ১,৩৭,৯১,৮৬৯ নুমনা পরীক্ষা হয়েছে।এরমধ্যে গতকাল পরীক্ষা হয়েছে ৩,৫৮,১২৭।



@endif