India Corona: চিনে কয়েক কোটি মানুষ নতুন করে করোনা আক্রান্ত, ভারতে কোভিডে কেমন পরিস্থিতি জানুন

করোনার কাঁপুনি চিনে। ডিসেম্বরের প্রথম ২০ দিনে চিনে প্রায় ২৪৮ মিলিয়ন মানুষ করোনায় আক্রান্ত হন। পাশাপাশি চিনে প্রতিদিন ৩৭ মিলিয়ন করে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন

COVID 19 (Photo Credit: File Photo)

নয়া দিল্লি, ২৩ ডিসেম্বর: করোনার কাঁপুনি চিনে। ডিসেম্বরের প্রথম ২০ দিনে চিনে প্রায় ২৪৮ মিলিয়ন মানুষ করোনায় আক্রান্ত হন। পাশাপাশি চিনে প্রতিদিন ৩৭ মিলিয়ন করে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। করোনার জেরে চিনে প্রতিদিন কমপক্ষে ৫ হাজার করে মানুষের মৃত্যু হচ্ছে বলে রিপোর্টে প্রকাশ। জাপান, দক্ষিণ কোরিয়া, এমনকী মার্কিন যুক্তরাষ্ট্রেও উৎসবের মরসুমে কোভিডের দাপট। বিদেশে করোনার আশঙ্কাজনক পরিস্থিতি দেখে ভারতেও করোনা নিয়ে আশঙ্কা। অতীতে দেখা গিয়েছিল। চিন, আমেরিকার মত করোনার ঢেউ পরে ভারতে আছড়ে পড়েছিল। তবে এখন ভারতে করোনা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ২০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩ হাজার ৩৯৭ জন।

আরও পড়ুন-প্রবল তুষারঝড়ে বিপর্যস্ত আমেরিকার জনজীবন, বাতিল বহু বিমান

দেখুন টুইট

দৈনিক ও সাপ্তাহিক করোনা আক্রান্তের হার যথাক্রমে ০.১৫ ও ০.১৪ শতাংশ। বাড়ছে কোভিড টিকাদানের হার। গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৫ হাজার ৪৪জনকে করোনা টিকা দেওয়া হয়েছে।