India on Germany's Kejriwal Remark: কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে জার্মান বিদেশ মন্ত্রকের মন্তব্যে আপত্তি ভারতের, তলব কূটনীতিককে
জার্মান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন গিয়র্গ এনজওয়েলারকে (Georg Enzweiler) এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য তলব করে বিদেশ মন্ত্রক
নয়াদিল্লি: মদ নীতি (Liquor Policy) মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারি নিয়ে জার্মান বিদেশ মন্ত্রকের মন্তব্যের জেরে এক জার্মান কূটনীতিককে তলব করল বিদেশ মন্ত্রক। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, জার্মান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন গিয়র্গ এনজওয়েলারকে (Georg Enzweiler) এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য তলব করে বিদেশ মন্ত্রক। মন্ত্রক সূত্রের খবর, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের 'নির্লজ্জ হস্তক্ষেপ' নিয়ে জার্মান রাষ্ট্রদূতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের পর জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে বলেছিল, তারা আশা করে বিচার বিভাগের স্বাধীনতা ও মৌলিক গণতান্ত্রিক নীতি সম্পর্কিত মানদণ্ড প্রয়োগ করা হবে। Arvind Kejriwal: অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে সাক্ষী হবেন সুকেশ, মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ জেলবন্দি কনম্যানের
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেবাস্তিয়ান ফিশার (Sebastian Fischer) কেজরিওয়ালের গ্রেপ্তার হওয়া নিয়ে বলেন, 'আমরা মামলাটি শুনেছি। ভারত একটি গণতান্ত্রিক দেশ। আমরা অনুমান করি এবং আশা করি যে বিচার বিভাগের স্বাধীনতা এবং মৌলিক গণতান্ত্রিক নীতিগুলির সাথে সম্পর্কিত মানগুলিও এই ক্ষেত্রে প্রযোজ্য হবে।' তিনি আরও বলেন যে কেজরিওয়াল 'একটি সুষ্ঠু, নিরপেক্ষ বিচারের অধিকারী'। ফিশার আরও বলেন, 'নির্দোষ হওয়ার অনুমান আইনের শাসনের একটি কেন্দ্রীয় উপাদান এবং এটি (কেজরিওয়ালের ক্ষেত্রে) অবশ্যই প্রয়োগ করা উচিত।'