COVID-19 Cases In India: বুধবার ভারতে মোট করোনা আক্রান্ত ২ লক্ষ ৭০ হাজার ছাড়ালো, হু হু করে বাড়ছে সংক্রমণ
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases) হলেন ৯ হাজার ৯৮৫ জন। একই সঙ্গে মৃত্যুমিছিলে শামিল হলেন ২৭৯ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, বুধবার এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্ত ২ লক্ষ ৭৬ হাজার ৫৮৩। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ৩৩ হাজার ৬৩২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৩৫ হাজার ২০৬ জন। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৭ হাজার ৭৪৫ জন। করোনা সংক্রমণে দেশের মধ্যে ধারাবাহিকতায় এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। সেখানে বুধবার পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ৯০ হাজার ৭৮৭ জন। মৃত্যুমিছিলে শামিল হয়েছেন রাজ্যের ৩ হাজার ২৮৯ জন বাসিন্দা।
নতুন দিল্লি, ১০ জুন: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases) হলেন ৯ হাজার ৯৮৫ জন। একই সঙ্গে মৃত্যুমিছিলে শামিল হলেন ২৭৯ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, বুধবার এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্ত ২ লক্ষ ৭৬ হাজার ৫৮৩। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ৩৩ হাজার ৬৩২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৩৫ হাজার ২০৬ জন। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৭ হাজার ৭৪৫ জন। করোনা সংক্রমণে দেশের মধ্যে ধারাবাহিকতায় এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। সেখানে বুধবার পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ৯০ হাজার ৭৮৭ জন। মৃত্যুমিছিলে শামিল হয়েছেন রাজ্যের ৩ হাজার ২৮৯ জন বাসিন্দা।
শুধুমাত্র পুনেতেই করোনা আক্রান্ত ১০ হাজার ১২ জন। মৃতের সংখ্যা ৪৪২। রাজধানীতেও হু হু করে বাড়ছে আক্রান্ত। দিল্লিতে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৩১ হাজার ২০৯। এতদিনে মৃত্যু হয়েছে ৯০৫ জনের। ভারতে করোনা আক্রান্ত রাজ্যের মধ্যে বেশ খারাপ অবস্থায় রয়েছে তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্ত ৩৪ হাজার ৯১৪ জন। মৃত্যু হয়েছে ৩০৭ জনের। আরও পড়ুন-Tanzania COVID-19 Free: করোনা মুক্ত তানজানিয়ায় ঈশ্বরের কাছে পরাজিত মারণ রোগ, বললেন প্রেসিডেন্ট
ভারত বিশ্বের করোনা আক্রান্ত দেশগুলির তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। তবে আশার বিষয় দেশে করোনাকে রুখে দিয়ে সুস্থতার হার ৪৮.৪৬ শতাংশ।